আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং

করোনাকে জয় করলেন আরও ৫ জন

রংপুর প্রতিনিধি: রংপুর ডেডিকেটেড করোনা হাসপাতাল থেকে সুস্থ হয়ে আরও পাঁচজন বাড়ি ফিরেছেন। রোববার ( ২৪ মে) দুপুরে করোনামুক্ত হওয়ায় ওই পাঁচজনকে ছাড়পত্র দেয়া হয়।

তারা হলেন, রংপুর সিটি কর্পোরেশনের আনসার সদস্য সিরাজুল ইসলাম (২৫), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়ার স্টাফ নার্স ভারতী রাণী (৫৫) ও লিফটম্যান জাকির হোসেন (৩৭) এবং পুলিশ সদস্য তসর আলী (৩৫) ও শাহরিয়ার (২৮)।
হাসপাতাল থেকে বিদায় নেয়ার সময় হাসপাতালের তত্ত্বাবধায়কসহ চিকিৎসকরা তাদেরকে শুভেচ্ছা জানান। এ নিয়ে মোট ৫২ জন এই হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরলেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএম নূরুন নবী জানান, সিরাজুল ১৩ মে, ভারতী রাণী ১৪ মে, জাকির হোসেন ১৫ মে এবং তসর ও শাহরিয়ার ১৭ মে কোভিড-১৯ এ রোগে আক্রান্ত হয়ে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি হন।

ওই পাঁচজনের করোনা উপসর্গ না থাকায় এবং পরপর দুইবার নমুনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট পাওয়ায় রোববার দুপুরে তাদেরকে ছাড়পত্র দেয়া হয় ।

এ নিয়ে মোট ৫২ জন এই হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরলেন এবং এ পর্যন্ত দুইজন মৃত্যুবরণ করেছেন। বর্তমানে হাসপাতালে ৩৮ জন করোনায় আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন বলেও জানান এই চিকিৎসক কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...