আজ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ ইং

যৌথ বাহিনীর অভিযান আগ্নেয়াস্ত্র ও ইয়াবা উদ্ধার

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের আলীকদমে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র-গুলি এবং ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার  গভীীর রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার আলীকদম উপজেলার সদর ইউনিয়নের লাংরিং পাড়া এলাকায় পাহাড়ে পরিত্যক্ত ঘরে আগ্নেয়াস্ত্র-গুলি এবং ইয়াবা নিয়ে সন্ত্রাসী গোষ্ঠি আশ্রয় নিয়েছে। খবরের ভিত্তিতে আলীকদম জোনের সেনাবাহিনীর একটি টিম এবং পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে অভিযান চালায়।

এসময় পরিত্যক্ত একটি  টিনশেড ঘরের মধ্যে থেকে পলিথিনে মোড়ানো চুলার নিচে মাটিতে পুঁতে রাখা অবস্থায় ১টি দেশীয় তৈরী বন্দুক, ১টি রিভালবার, ২৩ রাউন্ড গুলি এবং ১২৬০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রকিব উদ্দিন জানান, অভিযানে উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও ইয়াবা থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় থানায় অস্ত্র, মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...