বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক দূঘর্টনায় মা দ্বি খন্ডিত শিশু সন্তান আহত

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা ঢাকা- রংপুর মহাসড়কের ধাপেরহাট জিসান ফিলিং ষ্ট্রেশনের সামনে পীরগন্জ সীমানায় আজ ১৬ জুন মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে চলমান সি,এন,জি থেকে যাত্রী মহাসড়কের উপর পড়ে গেলে পিছন থেকে আসা একটি ট্রাক তার উপর দিয়ে চলে যায় ঘটনাস্থলেই দ্বিখন্ডিত হয়ে মা মারা গেলেও ভাগ্য ক্রমে বেচে যায় ৩ বছরের ছেলে সন্তান,নিহত মহিলা শ্রী মতি বানভাসি (৩৫) গোবিন্দ গঞ্জ উপজেলার মতুরা গ্রামের অতেন চন্দ্রের স্ত্রী।

এঘটনার পর পরেই ধাপের হাট তদন্ত কেন্দ্রের পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে, গোবিন্দগন্জ হাইওয়ে পুলিশ কে হস্তান্তর করেন,ঘাতক ট্রাক ও সি এন,জি বর্তমানে পুলিশ হেফাজতে আছে।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

সড়ক দূঘর্টনায় মা দ্বি খন্ডিত শিশু সন্তান আহত

প্রকাশের সময়: ০২:৪৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা ঢাকা- রংপুর মহাসড়কের ধাপেরহাট জিসান ফিলিং ষ্ট্রেশনের সামনে পীরগন্জ সীমানায় আজ ১৬ জুন মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে চলমান সি,এন,জি থেকে যাত্রী মহাসড়কের উপর পড়ে গেলে পিছন থেকে আসা একটি ট্রাক তার উপর দিয়ে চলে যায় ঘটনাস্থলেই দ্বিখন্ডিত হয়ে মা মারা গেলেও ভাগ্য ক্রমে বেচে যায় ৩ বছরের ছেলে সন্তান,নিহত মহিলা শ্রী মতি বানভাসি (৩৫) গোবিন্দ গঞ্জ উপজেলার মতুরা গ্রামের অতেন চন্দ্রের স্ত্রী।

এঘটনার পর পরেই ধাপের হাট তদন্ত কেন্দ্রের পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে, গোবিন্দগন্জ হাইওয়ে পুলিশ কে হস্তান্তর করেন,ঘাতক ট্রাক ও সি এন,জি বর্তমানে পুলিশ হেফাজতে আছে।