শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাঙ্গামাটি নানিয়ারচরে চা দোকানিকে গুলি করে হত্যা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০১:০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
  • ৩৩১ বার পড়া হয়েছে

রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় সুরেশ কান্তি চাকমা (৬৫) নামের এক চায়ের দোকানদারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) রাত দশটার দিকে উপজেলার দূর্গম ঘিলাছড়ি ইউনিয়নের রাবার বাগান এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, মঙ্গলবার রাত দশটার দিকে একটি অটোরিক্সাযোগে মুখোশ পরিহিত একদল সশস্ত্র দুর্বৃত্ত উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের রাবার বাগান এলাকায় আসে। ঐ এলাকার সমাজকল্যাণ যাত্রী ছাউনির পাশে নিজের চায়ের দোকানে বসা অবস্থায় সুরেশ কান্তি চাকমাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

এ বিষয়ে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান বলেন, নিহতের শরীরে চারটি গুলির চিহ্ন পাওয়া গেছে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

রাঙ্গামাটি নানিয়ারচরে চা দোকানিকে গুলি করে হত্যা

প্রকাশের সময়: ০১:০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০

রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় সুরেশ কান্তি চাকমা (৬৫) নামের এক চায়ের দোকানদারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) রাত দশটার দিকে উপজেলার দূর্গম ঘিলাছড়ি ইউনিয়নের রাবার বাগান এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, মঙ্গলবার রাত দশটার দিকে একটি অটোরিক্সাযোগে মুখোশ পরিহিত একদল সশস্ত্র দুর্বৃত্ত উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের রাবার বাগান এলাকায় আসে। ঐ এলাকার সমাজকল্যাণ যাত্রী ছাউনির পাশে নিজের চায়ের দোকানে বসা অবস্থায় সুরেশ কান্তি চাকমাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

এ বিষয়ে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান বলেন, নিহতের শরীরে চারটি গুলির চিহ্ন পাওয়া গেছে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করা হবে।