বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

একই ওড়নায় ঝুলছিল দম্পতির লাশ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১২:০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯
  • ৩৬৭ বার পড়া হয়েছে
সাভারের আশুলিয়ায় বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে আশুলিয়ার বুড়িরবাজার এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পুলিশ ঘটনা স্থলে গিয়ে দেখে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে দুজন ঝুলছিল। নিহতরা হলেন- সোহাগ (২৫) ও তার স্ত্রী সোহানা বেগম (২০)। তাদের দুজনের বাড়ি বাগেরহাট জেলায়। তারা আশুলিয়ায় রাইফুল ইসলাম আকাশের ভাড়া বাসায় থেকে একটি পোশাক কারখানায় কাজ করতেন। প্রতিবেশীরা জানান, সোহাগ-সোহানার মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জেরে শুক্রবার ভোরে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে দুজনে আত্মহত্যা করে। সকালে প্রতিবেশীরা তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে সন্দেহ হয়। পরে জানালায় উঁকি দিয়ে তাদের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন। আশুলিয়া থানার এসআই আবদুস সালাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলার প্রস্তুতি চলছে।
জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

একই ওড়নায় ঝুলছিল দম্পতির লাশ

প্রকাশের সময়: ১২:০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯
সাভারের আশুলিয়ায় বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে আশুলিয়ার বুড়িরবাজার এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পুলিশ ঘটনা স্থলে গিয়ে দেখে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে দুজন ঝুলছিল। নিহতরা হলেন- সোহাগ (২৫) ও তার স্ত্রী সোহানা বেগম (২০)। তাদের দুজনের বাড়ি বাগেরহাট জেলায়। তারা আশুলিয়ায় রাইফুল ইসলাম আকাশের ভাড়া বাসায় থেকে একটি পোশাক কারখানায় কাজ করতেন। প্রতিবেশীরা জানান, সোহাগ-সোহানার মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জেরে শুক্রবার ভোরে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে দুজনে আত্মহত্যা করে। সকালে প্রতিবেশীরা তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে সন্দেহ হয়। পরে জানালায় উঁকি দিয়ে তাদের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন। আশুলিয়া থানার এসআই আবদুস সালাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলার প্রস্তুতি চলছে।