বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে প্রাণ গেল যুবকের

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৭:৫৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে অনিম হাসান (২৬) এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি ভৈরব রেলস্টেশন অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অনিম নরসিংদীর শিবপুর উপজেলার দত্তেরগাঁও মধ্যপাড়া এলাকার আশিকুর রহমানের ছেলে।

এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি ভৈরবে থামে না। তবে ঘটনার সময় ট্রেনটি স্টেশন এলাকায় পৌঁছামাত্র ট্রেন থেকে লাফ দিয়ে নামার চেষ্টা করেন অনিম হাসান। এসময় পা পিছলে প্ল্যাটফর্ম থেকে ট্রেনের মাঝখানে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আব্দুল আলীম বলেন, সিলেটগামী কালনী ট্রেনটি ভৈরবে বিরতি না থাকা সত্ত্বেও ওই যুবক ট্রেন থেকে নামতে গিয়ে চাকায় কাটা পড়ে নিহত হন। এসময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে প্রাণ গেল যুবকের

প্রকাশের সময়: ০৭:৫৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে অনিম হাসান (২৬) এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি ভৈরব রেলস্টেশন অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অনিম নরসিংদীর শিবপুর উপজেলার দত্তেরগাঁও মধ্যপাড়া এলাকার আশিকুর রহমানের ছেলে।

এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি ভৈরবে থামে না। তবে ঘটনার সময় ট্রেনটি স্টেশন এলাকায় পৌঁছামাত্র ট্রেন থেকে লাফ দিয়ে নামার চেষ্টা করেন অনিম হাসান। এসময় পা পিছলে প্ল্যাটফর্ম থেকে ট্রেনের মাঝখানে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আব্দুল আলীম বলেন, সিলেটগামী কালনী ট্রেনটি ভৈরবে বিরতি না থাকা সত্ত্বেও ওই যুবক ট্রেন থেকে নামতে গিয়ে চাকায় কাটা পড়ে নিহত হন। এসময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।