বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১১:৫৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলায় বন্ধুদের সঙ্গে যমুনা নদীতে গোসল করতে নেমে এক স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

শুক্রবার দুপুরে নদীর ৩ নম্বর ক্রসবার বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান।

নিখোঁজ শিক্ষার্থী জিহাদ সেখ (১৪) শহরের হোসেনপুর বাগানবাড়ি এলাকার মো. জুয়েল সেখের ছেলে। সে সবুজ কানন হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র।নিখোঁজ  জিহাদ সেখ।

আতাউর রহমান জানান, দুপুরে জিহাদসহ পাঁচ থেকে ছয়জন বন্ধু মিলে ক্রসবার বাঁধ এলাকায় ফুটবল খেলা শেষে যমুনায় গোসল করতে নামে। এ সময় নদীর স্রোতে জিহাদসহ তিনজন ভেসে যায়।

স্থানীয়রা তাৎক্ষণিক দুইজনকে উদ্ধার করতে পারলেও জিহাদ পানিতে তলিয়ে যায় বলে জানান তিনি।

তিনি বলেন, “খবর পেয়ে প্রাথমিকভাবে নৌকা নিয়ে উদ্ধার কাজ শুরু করেছিলাম। কিন্তু জিহাদকে পাওয়া যায়নি।”

বিকাল ৫টার দিকে রাজশাহী থেকে আসা ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান শুরু করেছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থী

প্রকাশের সময়: ১১:৫৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলায় বন্ধুদের সঙ্গে যমুনা নদীতে গোসল করতে নেমে এক স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

শুক্রবার দুপুরে নদীর ৩ নম্বর ক্রসবার বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান।

নিখোঁজ শিক্ষার্থী জিহাদ সেখ (১৪) শহরের হোসেনপুর বাগানবাড়ি এলাকার মো. জুয়েল সেখের ছেলে। সে সবুজ কানন হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র।নিখোঁজ  জিহাদ সেখ।

আতাউর রহমান জানান, দুপুরে জিহাদসহ পাঁচ থেকে ছয়জন বন্ধু মিলে ক্রসবার বাঁধ এলাকায় ফুটবল খেলা শেষে যমুনায় গোসল করতে নামে। এ সময় নদীর স্রোতে জিহাদসহ তিনজন ভেসে যায়।

স্থানীয়রা তাৎক্ষণিক দুইজনকে উদ্ধার করতে পারলেও জিহাদ পানিতে তলিয়ে যায় বলে জানান তিনি।

তিনি বলেন, “খবর পেয়ে প্রাথমিকভাবে নৌকা নিয়ে উদ্ধার কাজ শুরু করেছিলাম। কিন্তু জিহাদকে পাওয়া যায়নি।”

বিকাল ৫টার দিকে রাজশাহী থেকে আসা ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান শুরু করেছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।