বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির মনোনয়ন পাননি ত্যাগী ও নির্যাতিত নেতা হাবিব উন নবী খান সোহেল

আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উত্তেজনা যখন চরমে, ঠিক সেই মুহূর্তে বিএনপির মনোনয়ন তালিকা প্রকাশে দেখা গেছে এক বিস্ময়কর অনুপস্থিতি—
দলটির যুগ্ম মহাসচিব, রাজপথের অদম্য সৈনিক হাবিব উন নবী খান সোহেল এবারও দলীয় মনোনয়ন পাননি।

সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন ২৩৭ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করছিলেন,তখন উপস্থিত বহু নেতা–কর্মীর চোখে একটাই প্রশ্ন—“কোথায় সোহেল ভাই?”

রাজপথের লড়াকু নেতা, যিনি একের পর এক মামলার ভার বইছেন শুধু বিএনপির পতাকা উঁচু রাখার কারণে—
দলীয় সূত্র বলছে, সোহেলের বিরুদ্ধে সারাদেশে রয়েছে প্রায় সাড়ে চার শতাধিক রাজনৈতিক মামলা।
যে কোনো আন্দোলনে তিনি ছিলেন সামনে, কারাবরণ করেছেন অসংখ্যবার,তবু হাসিমুখে বলেছেন— “দল ও গণতন্ত্রের জন্য যদি জীবনও দিতে হয়, দেব।”

কিন্তু আজ সেই ত্যাগী নেতার নাম নেই প্রার্থীতার তালিকায়।দলীয় ভেতরে–বাইরে শুরু হয়েছে গুঞ্জন ও হতাশা।
অনেকেই প্রশ্ন তুলছেন—
যে নেতা নিজের পরিবার, ব্যক্তিগত জীবন, আরাম–আয়েশ সব ত্যাগ করে দলের জন্য লড়েছেন,
আজ তাকে কি আমরা ভুলে গেলাম?

বিএনপির এক সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সোহেল ভাই আন্দোলনের দিনগুলোতে আমাদের অনুপ্রেরণা ছিলেন।

তার মতো ত্যাগী নেতাকে বাদ দেওয়া মানে রাজপথের কর্মীদের মন ভেঙে দেওয়া।”

সোহেল নিজে অবশ্য এখনো মুখ খোলেননি।
তার ঘনিষ্ঠদের ভাষায়,“তিনি দলের সিদ্ধান্তকে শ্রদ্ধা করেন, দলই তার জীবন। তবে মনের ভেতরের কষ্টটা গভীর।”

রাজনীতির মাঠে আজও অনেকে বলেন—
যে মানুষকে যতবার বন্দী করা হয়েছে, তিনি প্রতিবারই ফিরে এসেছেন আরও দৃঢ় সংকল্পে,আরও বেশি ভালোবাসা নিয়ে দলের প্রতি।

মনোনয়ন না পেলেও হাজারো কর্মীর হৃদয়ে
হাবিব উন নবী খান সোহেল আজও এক নাম নয়,
একটি প্রতীক—ত্যাগ, দৃঢ়তা আর আনুগত্যের প্রতীক।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

বিএনপির মনোনয়ন পাননি ত্যাগী ও নির্যাতিত নেতা হাবিব উন নবী খান সোহেল

প্রকাশের সময়: ১০:১৫:২৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উত্তেজনা যখন চরমে, ঠিক সেই মুহূর্তে বিএনপির মনোনয়ন তালিকা প্রকাশে দেখা গেছে এক বিস্ময়কর অনুপস্থিতি—
দলটির যুগ্ম মহাসচিব, রাজপথের অদম্য সৈনিক হাবিব উন নবী খান সোহেল এবারও দলীয় মনোনয়ন পাননি।

সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন ২৩৭ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করছিলেন,তখন উপস্থিত বহু নেতা–কর্মীর চোখে একটাই প্রশ্ন—“কোথায় সোহেল ভাই?”

রাজপথের লড়াকু নেতা, যিনি একের পর এক মামলার ভার বইছেন শুধু বিএনপির পতাকা উঁচু রাখার কারণে—
দলীয় সূত্র বলছে, সোহেলের বিরুদ্ধে সারাদেশে রয়েছে প্রায় সাড়ে চার শতাধিক রাজনৈতিক মামলা।
যে কোনো আন্দোলনে তিনি ছিলেন সামনে, কারাবরণ করেছেন অসংখ্যবার,তবু হাসিমুখে বলেছেন— “দল ও গণতন্ত্রের জন্য যদি জীবনও দিতে হয়, দেব।”

কিন্তু আজ সেই ত্যাগী নেতার নাম নেই প্রার্থীতার তালিকায়।দলীয় ভেতরে–বাইরে শুরু হয়েছে গুঞ্জন ও হতাশা।
অনেকেই প্রশ্ন তুলছেন—
যে নেতা নিজের পরিবার, ব্যক্তিগত জীবন, আরাম–আয়েশ সব ত্যাগ করে দলের জন্য লড়েছেন,
আজ তাকে কি আমরা ভুলে গেলাম?

বিএনপির এক সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সোহেল ভাই আন্দোলনের দিনগুলোতে আমাদের অনুপ্রেরণা ছিলেন।

তার মতো ত্যাগী নেতাকে বাদ দেওয়া মানে রাজপথের কর্মীদের মন ভেঙে দেওয়া।”

সোহেল নিজে অবশ্য এখনো মুখ খোলেননি।
তার ঘনিষ্ঠদের ভাষায়,“তিনি দলের সিদ্ধান্তকে শ্রদ্ধা করেন, দলই তার জীবন। তবে মনের ভেতরের কষ্টটা গভীর।”

রাজনীতির মাঠে আজও অনেকে বলেন—
যে মানুষকে যতবার বন্দী করা হয়েছে, তিনি প্রতিবারই ফিরে এসেছেন আরও দৃঢ় সংকল্পে,আরও বেশি ভালোবাসা নিয়ে দলের প্রতি।

মনোনয়ন না পেলেও হাজারো কর্মীর হৃদয়ে
হাবিব উন নবী খান সোহেল আজও এক নাম নয়,
একটি প্রতীক—ত্যাগ, দৃঢ়তা আর আনুগত্যের প্রতীক।