বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমানের মৃত্যুতে বেরোবি ট্রেজারারের শোক

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৭:১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০
  • ৩১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:  বর্ষীয়ান রাজনীতিবিদ, পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি, বর্তমান একাদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্য, সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, (বেরোবি) রংপুর এর ট্রেজারার প্রফেসর ড. হাসিবুর রশীদ। এক শোক বিবৃতিতে বেরোবি ট্রেজারার বলেন, মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের সব গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে অসামান্য অবদান রাখা বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফের মৃত্যুতে একজন দক্ষ সংগঠক ও অভিজ্ঞ রাজনীতিবিদকে হারালো দেশ। শামসুর রহমান শরীফ এর পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিযা) নির্বাচনী এলাকার বাসিন্দা শিক্ষাবিদ প্রফেসর ড. হাসিবুর রশীদ শোকবার্তায় বলেন, তৃণমূল এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য আজীবন কাজ করে গেছেন এই ভাষা সৈনিক। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল, ২০২০) ভোর সাড়ে ৫টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শামসুর রহমান শরীফ শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। বেরোবি ট্রেজারার মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, শামসুর রহমান শরীফ ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। তিনি ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও সর্বশেষ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসন থেকে পরপর পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে ২০১৪ সালের ১২ জানুয়ারি বাংলাদেশ সরকার এর ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমানের মৃত্যুতে বেরোবি ট্রেজারারের শোক

প্রকাশের সময়: ০৭:১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০

নিজস্ব প্রতিবেদক:  বর্ষীয়ান রাজনীতিবিদ, পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি, বর্তমান একাদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্য, সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, (বেরোবি) রংপুর এর ট্রেজারার প্রফেসর ড. হাসিবুর রশীদ। এক শোক বিবৃতিতে বেরোবি ট্রেজারার বলেন, মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের সব গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে অসামান্য অবদান রাখা বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফের মৃত্যুতে একজন দক্ষ সংগঠক ও অভিজ্ঞ রাজনীতিবিদকে হারালো দেশ। শামসুর রহমান শরীফ এর পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিযা) নির্বাচনী এলাকার বাসিন্দা শিক্ষাবিদ প্রফেসর ড. হাসিবুর রশীদ শোকবার্তায় বলেন, তৃণমূল এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য আজীবন কাজ করে গেছেন এই ভাষা সৈনিক। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল, ২০২০) ভোর সাড়ে ৫টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শামসুর রহমান শরীফ শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। বেরোবি ট্রেজারার মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, শামসুর রহমান শরীফ ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। তিনি ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও সর্বশেষ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসন থেকে পরপর পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে ২০১৪ সালের ১২ জানুয়ারি বাংলাদেশ সরকার এর ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন।