বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অ্যাম্বুলেন্স থেকে পালানো করোনা রোগীকে হাসপাতালে স্থান্তরের দাবীতে এলাকা বাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ

বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে করোনা ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি অ্যাম্বুলেন্স থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়।

গতকাল সোমবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলা শহরের মালিপাড়ায় এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, কিছুদিন আগে থেকে তিনি করোনা উপসর্গ নিয়ে কোভিড ১৯ এর টেস্ট করায়। টেস্টে করোনা পজিটিভ আসে।

ঢাকা নারায়ণগঞ্জ এ তিনি কাজ করতেন ও ভাড়া বাসায় থাকতেন। করোনা পজিটিভ এর ঘটনা বাড়িওয়ালা জানতে পেরে তাকে ভাড়া বাসায় উঠতে না দিয়ে সামনে তালা মেরে রাখেন। তখন তিনি অ্যাম্বুলেন্স ভাড়া করে তার নিজ বাড়ি উজিরপুর গেলে ঘটনাটি জানাজানি হয়ে গেলে তার নিজ এলাকায় জায়গা হয়নি। পরে তিনি অ্যাম্বুলেন্স নিয়ে শ্বশুর বাড়ি চলে আসে।

তিনি বড়বগী ইউনিয়নের মালিপাড়া গ্রামের বাসিন্দা সোরাফ মিস্ত্রির জামাই।

শ্বশুর বাড়ি আসলে রাস্তায় অ্যাম্বুলেন্স থামানো দেখে মানুষ ভয়ে দৌড়াদৌড়ি করে এ দেখেই তিনি দৌড়ে পালিয়ে যায এবং আত্নগোপন করে শ্বশুরের ঘরে অবস্থান নেয়। এই খবর এলাকায় ছড়িয়ে পরলে  আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে স্থানীয়রা ওই করোনা রোগীকে হাসপাতালে স্থান্তরের দাবীতে রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন, ঘটনাটি শুনেছি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

অ্যাম্বুলেন্স থেকে পালানো করোনা রোগীকে হাসপাতালে স্থান্তরের দাবীতে এলাকা বাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ

প্রকাশের সময়: ১০:৩৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০

বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে করোনা ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি অ্যাম্বুলেন্স থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়।

গতকাল সোমবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলা শহরের মালিপাড়ায় এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, কিছুদিন আগে থেকে তিনি করোনা উপসর্গ নিয়ে কোভিড ১৯ এর টেস্ট করায়। টেস্টে করোনা পজিটিভ আসে।

ঢাকা নারায়ণগঞ্জ এ তিনি কাজ করতেন ও ভাড়া বাসায় থাকতেন। করোনা পজিটিভ এর ঘটনা বাড়িওয়ালা জানতে পেরে তাকে ভাড়া বাসায় উঠতে না দিয়ে সামনে তালা মেরে রাখেন। তখন তিনি অ্যাম্বুলেন্স ভাড়া করে তার নিজ বাড়ি উজিরপুর গেলে ঘটনাটি জানাজানি হয়ে গেলে তার নিজ এলাকায় জায়গা হয়নি। পরে তিনি অ্যাম্বুলেন্স নিয়ে শ্বশুর বাড়ি চলে আসে।

তিনি বড়বগী ইউনিয়নের মালিপাড়া গ্রামের বাসিন্দা সোরাফ মিস্ত্রির জামাই।

শ্বশুর বাড়ি আসলে রাস্তায় অ্যাম্বুলেন্স থামানো দেখে মানুষ ভয়ে দৌড়াদৌড়ি করে এ দেখেই তিনি দৌড়ে পালিয়ে যায এবং আত্নগোপন করে শ্বশুরের ঘরে অবস্থান নেয়। এই খবর এলাকায় ছড়িয়ে পরলে  আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে স্থানীয়রা ওই করোনা রোগীকে হাসপাতালে স্থান্তরের দাবীতে রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন, ঘটনাটি শুনেছি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।