বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৫২ টি ডিম পেড়েছে জুলিয়েট

মোংলা প্রতিনিধি:  সুন্দরবনের করমজলের বণ্যপ্রজনন কেন্দ্রে মা কুমির জুলিয়েট ৫২ টি
ডিম পেড়েছে।

আজ শুক্রবার (২৯ মে) সকালে কেন্দ্রের কুমির প্রজনন কেন্দ্রে এই ডিম পাড়ে জুলিয়েট। এনিয়ে জুলিয়েট ডিম পেড়েছে মোট ১৫  বার। করমজল বণ্যপ্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজাদ কবির এ তথ্য জানান।

তিনি বলেন, জুলিয়েটের পাড়া ৫২ টি ডিমের মধ্যে ১৪ টি ডিম বাচ্চা ফুটানোর জন্য জুলিয়েটের বাসায় রাখা হয়েছে। আর বাকি ২৬ টি ডিম পুরাতন ইনকিউবেটরে (বাচ্চা ফুটানোর কৃত্রিম পদ্ধতি) রাখা হয়।

আজাদ কবির আরও বলেন, করমজলের বণ্যপ্রজনন কেন্দ্রে ছোট বড় মিলিয়ে ১৯৫ টি কুমির রয়েছে। এর মধ্যে জুলিয়েট ও পিলপিল নামে দুটি মা কুমির এবং রোমিও নামে পুরুষ কুমির দিয়ে করমজলের কুমির প্রজনন  কেন্দ্রে বাচ্চা ফুটানোর প্রজনন কার্যক্রম চালু করা হয়। ২০০০ সালে এই প্রজনন পদ্ধতি চালু করা হয় বলেও তিনি জানান।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

৫২ টি ডিম পেড়েছে জুলিয়েট

প্রকাশের সময়: ০৪:১৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০

মোংলা প্রতিনিধি:  সুন্দরবনের করমজলের বণ্যপ্রজনন কেন্দ্রে মা কুমির জুলিয়েট ৫২ টি
ডিম পেড়েছে।

আজ শুক্রবার (২৯ মে) সকালে কেন্দ্রের কুমির প্রজনন কেন্দ্রে এই ডিম পাড়ে জুলিয়েট। এনিয়ে জুলিয়েট ডিম পেড়েছে মোট ১৫  বার। করমজল বণ্যপ্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজাদ কবির এ তথ্য জানান।

তিনি বলেন, জুলিয়েটের পাড়া ৫২ টি ডিমের মধ্যে ১৪ টি ডিম বাচ্চা ফুটানোর জন্য জুলিয়েটের বাসায় রাখা হয়েছে। আর বাকি ২৬ টি ডিম পুরাতন ইনকিউবেটরে (বাচ্চা ফুটানোর কৃত্রিম পদ্ধতি) রাখা হয়।

আজাদ কবির আরও বলেন, করমজলের বণ্যপ্রজনন কেন্দ্রে ছোট বড় মিলিয়ে ১৯৫ টি কুমির রয়েছে। এর মধ্যে জুলিয়েট ও পিলপিল নামে দুটি মা কুমির এবং রোমিও নামে পুরুষ কুমির দিয়ে করমজলের কুমির প্রজনন  কেন্দ্রে বাচ্চা ফুটানোর প্রজনন কার্যক্রম চালু করা হয়। ২০০০ সালে এই প্রজনন পদ্ধতি চালু করা হয় বলেও তিনি জানান।