বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেলো এক নারীর

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৩:৩৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
  • ২৬০ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় কাভার্ডভ্যান চাপায় ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী। বৃহস্পতিবার (২৯ জুলাই) বেলা ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত রূপজান বিবি (৭৫) উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের আবুল হোসেনের স্ত্রী। এ ঘটনায় নিহতের স্বামী আবুল হোসেনও আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক মো. খোরশেদ আলম জানান, নয়নপুর এলাকায় হতাহতরা মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে আসছিলেন। এমন সময় হঠাৎ একটি দ্রুতগতির কাভার্ডভ্যান চাপা দেয়। এতে এক নারী ঘটনাস্থলেই মারা যান এবং তার স্বামী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করান। মাওনা হাইওয়ে থানার ওসি মো. কামাল হোসাইন জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় ঘাতক কাভার্ডসহ চালক পালিয়ে গেছে।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেলো এক নারীর

প্রকাশের সময়: ০৩:৩৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় কাভার্ডভ্যান চাপায় ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী। বৃহস্পতিবার (২৯ জুলাই) বেলা ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত রূপজান বিবি (৭৫) উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের আবুল হোসেনের স্ত্রী। এ ঘটনায় নিহতের স্বামী আবুল হোসেনও আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক মো. খোরশেদ আলম জানান, নয়নপুর এলাকায় হতাহতরা মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে আসছিলেন। এমন সময় হঠাৎ একটি দ্রুতগতির কাভার্ডভ্যান চাপা দেয়। এতে এক নারী ঘটনাস্থলেই মারা যান এবং তার স্বামী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করান। মাওনা হাইওয়ে থানার ওসি মো. কামাল হোসাইন জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় ঘাতক কাভার্ডসহ চালক পালিয়ে গেছে।