বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিজ্ঞাপন সংস্থা BBH-এর উদ্যোগে ৫০ পরিবার পেল খাদ্য সহায়তা

বিশ্ববিখ্যাত বিজ্ঞাপন সংস্থা BBH (Bartle Bogle Hegarty)-এর উদ্যোগে গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া আকন্দপাড়া এলাকায় ৫০ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

গেল শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে হাজি শাহাবুদ্দিনের বাড়ি মসজিদসংলগ্ন স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
BBH-এর সদস্য মুন্না মিয়ার সার্বিক তত্ত্বাবধানে খাদ্য বিতরণে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য সুলতান, নজরুল, আজিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল—চাল, তেল, ময়দা, আলু ও শুকনো খাবার। খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা আনন্দে আপ্লুত হয়ে পড়েন।

উল্লেখ্য, BBH (Bartle Bogle Hegarty) একটি বিশ্ববিখ্যাত বিজ্ঞাপন সংস্থা, যার সদর দপ্তর লন্ডনে অবস্থিত।
১৯৮২ সালে জন বার্টল, স্যার নাইজেল বোগল ও ফিলিপ হেগার্টি প্রতিষ্ঠিত এই সংস্থাটি বিশ্বজুড়ে সৃজনশীল ও মানবিক কর্মকাণ্ডের জন্য পরিচিত।
ব্রিটিশ এয়ারওয়েজ, জাগুয়ার, H&M, ও অ্যাডিডাসসহ বহু আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছে প্রতিষ্ঠানটি।

ব্যবসার পাশাপাশি মানবিক সেবা ও সামাজিক দায়িত্ববোধ BBH-এর মূল নীতির অংশ। সংস্থাটি বিশ্বের বিভিন্ন প্রান্তে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছে এবং এই ধারাবাহিকতায় বাংলাদেশেও সহযোগিতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

সংস্থার এক প্রতিনিধি জানান, “বাংলাদেশ সরকার আমাদের কার্যক্রম সম্পর্কে অবগত ও সহায়ক ভূমিকা রাখছে। এটি শুধু সহযোগিতার নিদর্শন নয়, বরং আমাদের মানবিক উদ্যোগের প্রতি আস্থার প্রতিফলন।”

BBH বিশ্বাস করে—মানুষের পাশে থাকাই তাদের সবচেয়ে বড় প্রচারণা।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

বিজ্ঞাপন সংস্থা BBH-এর উদ্যোগে ৫০ পরিবার পেল খাদ্য সহায়তা

প্রকাশের সময়: ০১:০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

বিশ্ববিখ্যাত বিজ্ঞাপন সংস্থা BBH (Bartle Bogle Hegarty)-এর উদ্যোগে গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া আকন্দপাড়া এলাকায় ৫০ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

গেল শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে হাজি শাহাবুদ্দিনের বাড়ি মসজিদসংলগ্ন স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
BBH-এর সদস্য মুন্না মিয়ার সার্বিক তত্ত্বাবধানে খাদ্য বিতরণে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য সুলতান, নজরুল, আজিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল—চাল, তেল, ময়দা, আলু ও শুকনো খাবার। খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা আনন্দে আপ্লুত হয়ে পড়েন।

উল্লেখ্য, BBH (Bartle Bogle Hegarty) একটি বিশ্ববিখ্যাত বিজ্ঞাপন সংস্থা, যার সদর দপ্তর লন্ডনে অবস্থিত।
১৯৮২ সালে জন বার্টল, স্যার নাইজেল বোগল ও ফিলিপ হেগার্টি প্রতিষ্ঠিত এই সংস্থাটি বিশ্বজুড়ে সৃজনশীল ও মানবিক কর্মকাণ্ডের জন্য পরিচিত।
ব্রিটিশ এয়ারওয়েজ, জাগুয়ার, H&M, ও অ্যাডিডাসসহ বহু আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছে প্রতিষ্ঠানটি।

ব্যবসার পাশাপাশি মানবিক সেবা ও সামাজিক দায়িত্ববোধ BBH-এর মূল নীতির অংশ। সংস্থাটি বিশ্বের বিভিন্ন প্রান্তে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছে এবং এই ধারাবাহিকতায় বাংলাদেশেও সহযোগিতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

সংস্থার এক প্রতিনিধি জানান, “বাংলাদেশ সরকার আমাদের কার্যক্রম সম্পর্কে অবগত ও সহায়ক ভূমিকা রাখছে। এটি শুধু সহযোগিতার নিদর্শন নয়, বরং আমাদের মানবিক উদ্যোগের প্রতি আস্থার প্রতিফলন।”

BBH বিশ্বাস করে—মানুষের পাশে থাকাই তাদের সবচেয়ে বড় প্রচারণা।