বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে স্বপ্নের —TROYEE RESORT এর বর্ণিল উদ্বোধন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১১:৩৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গলের সবুজ চায়ের বাগান ও অপার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই যাত্রা শুরু করল নতুন পর্যটন স্বপ্ন—TROYEE RESORT। গেল শুক্রবার দুপুরে আয়োজিত বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় টেলিভিশন মিডিয়ার শীর্ষ ব্যক্তিত্বরা, যা আয়োজনটিকে আরও প্রাণবন্ত ও মর্যাদাপূর্ণ করে তুলেছে।

ঢাকা থেকে সরাসরি শ্রীমঙ্গলে পৌঁছান বাংলাভিশনের আহমেদ সারোয়ারের নেতৃত্বে এন টিভি, নিউজ ২৪, ইটিভি ও দৈনিক যুগান্তরের সংবাদকর্মীরা। জাতীয় মিডিয়ার এমন সম্মিলিত উপস্থিতি উদ্বোধনের প্রথম দিনেই TROYEE RESORT-কে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। এ ছাড়াও স্থানীয় গণমাধ্যম কর্মিরা  এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, “আপনাদের আগমনে আমাদের স্বপ্নের প্রকল্প TROYEE RESORT একধাপ এগিয়ে গেল। আমরা কৃতজ্ঞ সকলের প্রতি, যাদের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে।”

প্রকৃতিপ্রেমীদের জন্য অভিনব স্থাপত্য, প্রশান্ত পরিবেশ ও মনোরম আতিথেয়তার সমন্বয়ে সাজানো হয়েছে পুরো রিসোর্ট। উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিরা স্থাপনা ঘুরে দেখেন এবং শ্রীমঙ্গলের পর্যটন সম্ভাবনায় TROYEE RESORT নতুন মাত্রা যোগ করবে বলে মন্তব্য করেন।

স্থানীয় পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, “TROYEE RESORT শুধু একটি রিসোর্ট নয়—এটি শ্রীমঙ্গলের পর্যটনকে নতুনভাবে বিশ্ব দরবারে পরিচিত করার আরেকটি জানালা।”

উদ্বোধনী দিনের আনন্দঘন মুহূর্ত, অতিথিদের উপস্থিতি, এবং রিসোর্টের আধুনিক সব সুবিধা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

স্বপ্নের যাত্রা শুরু হলো—এবার শ্রীমঙ্গলের পর্যটন মানচিত্রে নতুন ঠিকানা হিসেবে জায়গা করে নিতে প্রস্তুত TROYEE RESORT।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

শ্রীমঙ্গলে স্বপ্নের —TROYEE RESORT এর বর্ণিল উদ্বোধন

প্রকাশের সময়: ১১:৩৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

শ্রীমঙ্গলের সবুজ চায়ের বাগান ও অপার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই যাত্রা শুরু করল নতুন পর্যটন স্বপ্ন—TROYEE RESORT। গেল শুক্রবার দুপুরে আয়োজিত বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় টেলিভিশন মিডিয়ার শীর্ষ ব্যক্তিত্বরা, যা আয়োজনটিকে আরও প্রাণবন্ত ও মর্যাদাপূর্ণ করে তুলেছে।

ঢাকা থেকে সরাসরি শ্রীমঙ্গলে পৌঁছান বাংলাভিশনের আহমেদ সারোয়ারের নেতৃত্বে এন টিভি, নিউজ ২৪, ইটিভি ও দৈনিক যুগান্তরের সংবাদকর্মীরা। জাতীয় মিডিয়ার এমন সম্মিলিত উপস্থিতি উদ্বোধনের প্রথম দিনেই TROYEE RESORT-কে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। এ ছাড়াও স্থানীয় গণমাধ্যম কর্মিরা  এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, “আপনাদের আগমনে আমাদের স্বপ্নের প্রকল্প TROYEE RESORT একধাপ এগিয়ে গেল। আমরা কৃতজ্ঞ সকলের প্রতি, যাদের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে।”

প্রকৃতিপ্রেমীদের জন্য অভিনব স্থাপত্য, প্রশান্ত পরিবেশ ও মনোরম আতিথেয়তার সমন্বয়ে সাজানো হয়েছে পুরো রিসোর্ট। উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিরা স্থাপনা ঘুরে দেখেন এবং শ্রীমঙ্গলের পর্যটন সম্ভাবনায় TROYEE RESORT নতুন মাত্রা যোগ করবে বলে মন্তব্য করেন।

স্থানীয় পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, “TROYEE RESORT শুধু একটি রিসোর্ট নয়—এটি শ্রীমঙ্গলের পর্যটনকে নতুনভাবে বিশ্ব দরবারে পরিচিত করার আরেকটি জানালা।”

উদ্বোধনী দিনের আনন্দঘন মুহূর্ত, অতিথিদের উপস্থিতি, এবং রিসোর্টের আধুনিক সব সুবিধা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

স্বপ্নের যাত্রা শুরু হলো—এবার শ্রীমঙ্গলের পর্যটন মানচিত্রে নতুন ঠিকানা হিসেবে জায়গা করে নিতে প্রস্তুত TROYEE RESORT।