বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যুবলীগ নেতার মনোনয়ন ফরম জমা নিয়ে চলছে সমালোচনার ঝড়

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১২:২২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) আসন থেকে অংশগ্রহণের লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান। যুবলীগ নেতার মনোনয়ন ফরম জমা দেয়া নিয়ে নরসিংদীতে চলছে সমালোচনার ঝড়।

গেল সোমবার দুপুরে নরসিংদী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ মনোনয়ন ফরম জমা দিয়েছেন তিনি।

ব্যারিস্টার তৌফিকুর রহমানের মনোনয়ন ফরম জমা নিয়ে কেউ কেউ বলছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যবুলীগের কেন্দ্রীয় কমিটির পদে থেকে কীভাবে তিনি বর্তমান সময়ে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং জমা দেয়। স্থানীয় প্রশাসন কেন এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করেছে এ নিয়েও যেন শেষ নেই সমালোচনার । তার পারিবারিক পরিচয়ের কারণে স্থানীয় ও জাতীয় রাজনীতিতে তিনি একটি আলোচিত নাম বলে জানা গেছে।

গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এমপি পদে এ আসনের আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন ব্যারিস্টার তৌফিকুর রহমান।

এ বিষয়ে বিস্তারিত জানতে তৌফিকুরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহীন আকন্দ গণ উত্তরণ কে জানান, জেলার পাঁচটি আসনে ৪৬টি মনোনয়ন ফরম জমা হয়েছে। নরসিংদী-৫ (রায়পুরা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যারিস্টার তৌফিকুর রহমান জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তবে তিনি সশরীরে উপস্থিত নাকি প্রতিনিধির মাধ্যমে জমা দিয়েছেন এ ব্যাপারে নিশ্চিত করতে পারেননি।

এ ব্যাপারে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, এখনই এ ব্যাপারে কোনো মন্তব্য করা যাবে না। নির্বাচন কমিশনের আইন কানুন অনুযায়ী যেদিন যাচাই করব এ বিষয়ে সেদিন সিদ্ধান্ত নেয়া হবে।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

যুবলীগ নেতার মনোনয়ন ফরম জমা নিয়ে চলছে সমালোচনার ঝড়

প্রকাশের সময়: ১২:২২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) আসন থেকে অংশগ্রহণের লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান। যুবলীগ নেতার মনোনয়ন ফরম জমা দেয়া নিয়ে নরসিংদীতে চলছে সমালোচনার ঝড়।

গেল সোমবার দুপুরে নরসিংদী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ মনোনয়ন ফরম জমা দিয়েছেন তিনি।

ব্যারিস্টার তৌফিকুর রহমানের মনোনয়ন ফরম জমা নিয়ে কেউ কেউ বলছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যবুলীগের কেন্দ্রীয় কমিটির পদে থেকে কীভাবে তিনি বর্তমান সময়ে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং জমা দেয়। স্থানীয় প্রশাসন কেন এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করেছে এ নিয়েও যেন শেষ নেই সমালোচনার । তার পারিবারিক পরিচয়ের কারণে স্থানীয় ও জাতীয় রাজনীতিতে তিনি একটি আলোচিত নাম বলে জানা গেছে।

গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এমপি পদে এ আসনের আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন ব্যারিস্টার তৌফিকুর রহমান।

এ বিষয়ে বিস্তারিত জানতে তৌফিকুরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহীন আকন্দ গণ উত্তরণ কে জানান, জেলার পাঁচটি আসনে ৪৬টি মনোনয়ন ফরম জমা হয়েছে। নরসিংদী-৫ (রায়পুরা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যারিস্টার তৌফিকুর রহমান জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তবে তিনি সশরীরে উপস্থিত নাকি প্রতিনিধির মাধ্যমে জমা দিয়েছেন এ ব্যাপারে নিশ্চিত করতে পারেননি।

এ ব্যাপারে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, এখনই এ ব্যাপারে কোনো মন্তব্য করা যাবে না। নির্বাচন কমিশনের আইন কানুন অনুযায়ী যেদিন যাচাই করব এ বিষয়ে সেদিন সিদ্ধান্ত নেয়া হবে।