
গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের গোবিন্দপুর ( মন্ডল পাড়া) সোনামণি আদর্শ বিদ্যাপীঠ থেকে এবারে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২১জন অংশ গ্রহণ করে ২১জন শিক্ষার্থীই (শতভাগ) জিপিএ-৫। গোল্ডেন পেয়ে অবিস্বরণীয় কৃতিত্ব অর্জন করেছে।
গত তিন বছর ধরে এ সফলতা ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের পরিচালক মোঃ মশিউর রহমান বলেন, শিক্ষকরা যতœ সহকারে ছাএ/ছাএীদের পাঠদান করালে ভাল ফলা ফল হবে।