বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কৃষকের উৎপাদিত শাকসবজি ও পচনশীল পন্য পরিবহনের জন্য স্পেশাল ট্রেন চালু

চট্রগ্রাম প্রতিনিধি: করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে কৃষকের উৎপাদিত পণ্য , শাক সবজি খাদ্য ও পচনশীল সামগ্রী পরিবহনের জন্য পার্শ্বেল স্পেশাল ট্রেন চালু করেছে রেলওয়ে ।

শুক্রবার সকাল ১০ টায় চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে প্রথম ট্রেনটি ছেড়ে যায়।

বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাদেকুর রহমান জানিয়েছেন , পার্শ্বেল ট্রেনটি চট্টগ্রামের সিতাকুন্ড, ফেনী, লাকসাম , কুমিল্লাসহ বিভিন্ন স্টেশন থেকে মালামাল নিয়ে ঢাকা যাবে । তবে , যাত্রী যেন কোনভাবেই পরিবহন করতে না পারে সে ব্যাপারে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি রাত সাড়ে আটটায় ঢাকায় পৌছার কথা রয়েছে।

এছাড়াও বাংলাদেশ রেলওয়ে ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা এবং খুলনা-ঢাকা-খুলনা রুটে তিন জোড়া পার্সেল বিশেষ ট্রেন পরিচালনার করবে বলে রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন ।

ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটের ট্রেনটি দেওয়ানগঞ্জ থেকে ছাড়বে প্রতিদিন সন্ধ্যা ৭টায় এবং ঢাকায় পৌঁছবে রাত সোয়া ৩টায়।

খুলনা-ঢাকা-খুলনা রুটে খুলনা থেকে ছাড়বে বিকেল ৫টায়, ঢাকায় পৌঁছবে রাত সাড়ে ৩টায়। এটি সপ্তাহের শুক্র, রবি ও মঙ্গলবার চলাচল করবে। দেশে করোনাভাইরাস সংক্রমণ রোধে গত ২৫ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

কৃষকের উৎপাদিত শাকসবজি ও পচনশীল পন্য পরিবহনের জন্য স্পেশাল ট্রেন চালু

প্রকাশের সময়: ০১:৩৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০

চট্রগ্রাম প্রতিনিধি: করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে কৃষকের উৎপাদিত পণ্য , শাক সবজি খাদ্য ও পচনশীল সামগ্রী পরিবহনের জন্য পার্শ্বেল স্পেশাল ট্রেন চালু করেছে রেলওয়ে ।

শুক্রবার সকাল ১০ টায় চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে প্রথম ট্রেনটি ছেড়ে যায়।

বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাদেকুর রহমান জানিয়েছেন , পার্শ্বেল ট্রেনটি চট্টগ্রামের সিতাকুন্ড, ফেনী, লাকসাম , কুমিল্লাসহ বিভিন্ন স্টেশন থেকে মালামাল নিয়ে ঢাকা যাবে । তবে , যাত্রী যেন কোনভাবেই পরিবহন করতে না পারে সে ব্যাপারে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি রাত সাড়ে আটটায় ঢাকায় পৌছার কথা রয়েছে।

এছাড়াও বাংলাদেশ রেলওয়ে ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা এবং খুলনা-ঢাকা-খুলনা রুটে তিন জোড়া পার্সেল বিশেষ ট্রেন পরিচালনার করবে বলে রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন ।

ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটের ট্রেনটি দেওয়ানগঞ্জ থেকে ছাড়বে প্রতিদিন সন্ধ্যা ৭টায় এবং ঢাকায় পৌঁছবে রাত সোয়া ৩টায়।

খুলনা-ঢাকা-খুলনা রুটে খুলনা থেকে ছাড়বে বিকেল ৫টায়, ঢাকায় পৌঁছবে রাত সাড়ে ৩টায়। এটি সপ্তাহের শুক্র, রবি ও মঙ্গলবার চলাচল করবে। দেশে করোনাভাইরাস সংক্রমণ রোধে গত ২৫ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।