আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

কৃষকের উৎপাদিত শাকসবজি ও পচনশীল পন্য পরিবহনের জন্য স্পেশাল ট্রেন চালু

চট্রগ্রাম প্রতিনিধি: করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে কৃষকের উৎপাদিত পণ্য , শাক সবজি খাদ্য ও পচনশীল সামগ্রী পরিবহনের জন্য পার্শ্বেল স্পেশাল ট্রেন চালু করেছে রেলওয়ে ।

শুক্রবার সকাল ১০ টায় চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে প্রথম ট্রেনটি ছেড়ে যায়।

বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাদেকুর রহমান জানিয়েছেন , পার্শ্বেল ট্রেনটি চট্টগ্রামের সিতাকুন্ড, ফেনী, লাকসাম , কুমিল্লাসহ বিভিন্ন স্টেশন থেকে মালামাল নিয়ে ঢাকা যাবে । তবে , যাত্রী যেন কোনভাবেই পরিবহন করতে না পারে সে ব্যাপারে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি রাত সাড়ে আটটায় ঢাকায় পৌছার কথা রয়েছে।

এছাড়াও বাংলাদেশ রেলওয়ে ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা এবং খুলনা-ঢাকা-খুলনা রুটে তিন জোড়া পার্সেল বিশেষ ট্রেন পরিচালনার করবে বলে রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন ।

ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটের ট্রেনটি দেওয়ানগঞ্জ থেকে ছাড়বে প্রতিদিন সন্ধ্যা ৭টায় এবং ঢাকায় পৌঁছবে রাত সোয়া ৩টায়।

খুলনা-ঢাকা-খুলনা রুটে খুলনা থেকে ছাড়বে বিকেল ৫টায়, ঢাকায় পৌঁছবে রাত সাড়ে ৩টায়। এটি সপ্তাহের শুক্র, রবি ও মঙ্গলবার চলাচল করবে। দেশে করোনাভাইরাস সংক্রমণ রোধে গত ২৫ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...