বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিরামপুরে ১ হাজার ইমামদরে মাঝে খাবার বতিরণ

হিলি প্রতিনিধি :দিনাজপুররে বিরামপুরে করোনায় চলমান সংকটময় মূর্হুতে খাদ্য সহায়তায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ বিতারণরে অংশ হসিাবে ইমামদরে মাঝে খাবার বতিরণ করা হয়েছে আজ মঙ্গলবার বলো ১১ টায় দিনাজপুর-৬ আসনরে সংসদ সদস্য শবিলী সাদকি বিরামপুর পাইলট উচ্চ বদ্যিালয় মাঠে পৌর এলাকা ও উপজলোর ৭টি ইউনয়িনরে মসজিদের ১ হাজার ইমাম ও মোয়াজ্জনিদের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করনে।

এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজলো চেয়ারম্যান খায়রুল আলম রাজু, নির্বাহি র্কমর্কতা তৌহিদুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, সহকারী পুলিশ সুপার মিথুন সরকার সহ অনেকে উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

বিরামপুরে ১ হাজার ইমামদরে মাঝে খাবার বতিরণ

প্রকাশের সময়: ০২:৫২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০

হিলি প্রতিনিধি :দিনাজপুররে বিরামপুরে করোনায় চলমান সংকটময় মূর্হুতে খাদ্য সহায়তায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ বিতারণরে অংশ হসিাবে ইমামদরে মাঝে খাবার বতিরণ করা হয়েছে আজ মঙ্গলবার বলো ১১ টায় দিনাজপুর-৬ আসনরে সংসদ সদস্য শবিলী সাদকি বিরামপুর পাইলট উচ্চ বদ্যিালয় মাঠে পৌর এলাকা ও উপজলোর ৭টি ইউনয়িনরে মসজিদের ১ হাজার ইমাম ও মোয়াজ্জনিদের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করনে।

এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজলো চেয়ারম্যান খায়রুল আলম রাজু, নির্বাহি র্কমর্কতা তৌহিদুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, সহকারী পুলিশ সুপার মিথুন সরকার সহ অনেকে উপস্থিত ছিলেন।