
নওগা প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে রাশেদা বেগম (৫৫) ও মোঃ আসলাম হোসেন (৩৫) নামে দুজনের রহস্যজনক মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহতেরা সম্পর্কে মা ও ছেলে। নিহত রাশেদা বেগম উপজেলার গোনা ইউনিয়নের গোনা গ্রামের আব্দুস সালামের স্ত্রী এবং আসলাম হোসেন তার ছেলে। গতকাল শনিবার পুলিশ নিহতদের শয়ন কক্ষ থেকে লাশ দুটি উদ্ধার করেছে।
স্থানীয়রা জানান এদিন সকালে মা ও ছেলের কোন সাড়া শব্দ না পাওয়ায় তাদের ঘরের জানালা দিয়ে ছেলে আসলামের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। এরপর বাড়ির মধ্যে প্রবেশ করে ঘরের মেঝেতে মায়েরও মৃতদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে তাদের মৃতদেহ উদ্ধার করে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল হক জানান, নিহত আব্দুস সালাম দীর্ঘদিন বিদেশে ছিল। গত একবছর পূর্বে তিনি দেশে এসে মা-ছেলে এক বাসাতেই থাকতেন। আজ সকালে ছেলের গলায়দড়ি দেয়া অবস্থায় ঝুলন্ত লাশ দেখে তিনিও স্ট্রোক করে মারা যান।
তিনি বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 














