বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

“পটুয়াখালীর পাশে আমরা” সংগঠনের খাদ্য সহায়তা ও নগদ টাকা বিতরণ

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী সদরে কর্মহীন ও নিম্ন আয়ের দুইশ ব্যক্তির মধ্যে শনিবার রাতে এ খাদ্য সহায়তা ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ হীরা,জামসেদ উদ্দিন নান্নু, এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক এম কে রানা সহ সংগঠনের নেতৃবৃন্দ।

ঈদকে সামনে রেখে শনিবার রাত ৮ টার দিকে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেকর ঘরে ঘরে গিয়ে দুইশ হত দরিদ্র পরিবারের প্রত্যেককে ৫ কেজি চাল, ২কেজি আলু, আধা কেজি ডাল, আধা কেজি তেল, ১প্যাকেট সেমাই, গুড়া দূধ, আধা কেজি চিনি, ১টি সাবান ও নগদ টাকা তিনশত টাকা বিতরণ করেন “পটুয়াখালীর পাশে আমরা”পরিষদের সদস্যরা।

এ সময়ে জামসেদ উদ্দিন নান্নু বলেন, এবারের ঈদ বরবারের থেকে সম্পুর্ন ভিন্ন তাই কর্মহীন দরিদ্র এসব মানুষ যাতে অন্তত ঈদের দিন একটু ভালো খাবার খেতে পারে তার জন্য আমরা সকল বন্ধু বান্ধব মিলে তাদের এই উপহার সামগ্রী বিতরন করলাম।

কর্মহীন দরিদ্র এ মানুষেরা উপহার সামগ্রী পেয়ে অনেক খুশি।উপহার প্রাপ্ত ছফুরা বেগম বলেন এতে করে ঈদের দিন ভালভাবেই কাটবে।সকলেই চাল, ডাল দেয় নগদ টাকা কেউ দেয় না, এতে করে বাড়তি উপকরন কেনা যাবে।অর্থবান সকল মানুষ যদি এভাবে দান করত তাহলে কউকে না খেয়ে থাকতে হতো না।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

“পটুয়াখালীর পাশে আমরা” সংগঠনের খাদ্য সহায়তা ও নগদ টাকা বিতরণ

প্রকাশের সময়: ১১:৩১:০৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী সদরে কর্মহীন ও নিম্ন আয়ের দুইশ ব্যক্তির মধ্যে শনিবার রাতে এ খাদ্য সহায়তা ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ হীরা,জামসেদ উদ্দিন নান্নু, এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক এম কে রানা সহ সংগঠনের নেতৃবৃন্দ।

ঈদকে সামনে রেখে শনিবার রাত ৮ টার দিকে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেকর ঘরে ঘরে গিয়ে দুইশ হত দরিদ্র পরিবারের প্রত্যেককে ৫ কেজি চাল, ২কেজি আলু, আধা কেজি ডাল, আধা কেজি তেল, ১প্যাকেট সেমাই, গুড়া দূধ, আধা কেজি চিনি, ১টি সাবান ও নগদ টাকা তিনশত টাকা বিতরণ করেন “পটুয়াখালীর পাশে আমরা”পরিষদের সদস্যরা।

এ সময়ে জামসেদ উদ্দিন নান্নু বলেন, এবারের ঈদ বরবারের থেকে সম্পুর্ন ভিন্ন তাই কর্মহীন দরিদ্র এসব মানুষ যাতে অন্তত ঈদের দিন একটু ভালো খাবার খেতে পারে তার জন্য আমরা সকল বন্ধু বান্ধব মিলে তাদের এই উপহার সামগ্রী বিতরন করলাম।

কর্মহীন দরিদ্র এ মানুষেরা উপহার সামগ্রী পেয়ে অনেক খুশি।উপহার প্রাপ্ত ছফুরা বেগম বলেন এতে করে ঈদের দিন ভালভাবেই কাটবে।সকলেই চাল, ডাল দেয় নগদ টাকা কেউ দেয় না, এতে করে বাড়তি উপকরন কেনা যাবে।অর্থবান সকল মানুষ যদি এভাবে দান করত তাহলে কউকে না খেয়ে থাকতে হতো না।