সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বন্দুক যুদ্ধে ক্যাসেট নিহত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১১:৪৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯
  • ৩০৮ বার পড়া হয়েছে

জয়পুরহাট প্রতিনিধি :  জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আমিনুল ইসলাম ক্যাসেট নামে ৮ মামলার আসামি নিহত হয়েছেন। পুলিশের দাবি,  ক্যাসেট তার দলের সদস্যদের ছোড়া গুলিতে মারা গেছেন।

আজ ভোর ৩টার দিকে উপজেলার চাঁনপাড়া-শিরট্টি সড়কে এ ঘটনা ঘটে।

নিহত আমিনুল ইসলাম ক্যাসেট উপজেলার পিয়ারা গ্রামের শাহাবুল ইসলামের ছেলে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে উপজেলার চাঁনপাড়া-শিরট্টি সড়কের ভারাহুতের মোড়ে ক্যাসেটসহ ১০-১২ জন ব্যক্তি বৈঠক করছিলেন। এ সময় পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের জিজ্ঞাসাবাদ করে। এতে তারা পুলিশের ওপর চড়াও হয়ে গুলি করতে থাকে। এক সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

এক পর্যায়ে পুলিশ ক্যাসেটের গুলিবিদ্ধ লাশ দেখতে পায়। ক্যাসেট তার দলের সদস্যদের ছোড়া গুলিতেই নিহত হয়েছেন বলে দাবি করছেন পুলিশ। ঘটনাস্থল থেকে ৭ রাউন্ড গুলি, ১টি রিভলবার, দেশীয় অস্ত্রসহ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান জানান, নিহত আমিনুল বিভিন্ন জনকে অপহরণ করে মুক্তিপণ দাবি করতেন। তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় অপহরণ ও মুক্তি আদায়সহ ৮টি মামলা রয়েছে।

জনপ্রিয়

গাইবান্ধায় পুলিশ সুপারের দায়িত্ব হস্তান্তর: গেলেন নিশাত এ্যাঞ্জেলা,আসলেন জসিম উদ্দীন

error: Content is protected !!

বন্দুক যুদ্ধে ক্যাসেট নিহত

প্রকাশের সময়: ১১:৪৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯

জয়পুরহাট প্রতিনিধি :  জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আমিনুল ইসলাম ক্যাসেট নামে ৮ মামলার আসামি নিহত হয়েছেন। পুলিশের দাবি,  ক্যাসেট তার দলের সদস্যদের ছোড়া গুলিতে মারা গেছেন।

আজ ভোর ৩টার দিকে উপজেলার চাঁনপাড়া-শিরট্টি সড়কে এ ঘটনা ঘটে।

নিহত আমিনুল ইসলাম ক্যাসেট উপজেলার পিয়ারা গ্রামের শাহাবুল ইসলামের ছেলে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে উপজেলার চাঁনপাড়া-শিরট্টি সড়কের ভারাহুতের মোড়ে ক্যাসেটসহ ১০-১২ জন ব্যক্তি বৈঠক করছিলেন। এ সময় পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের জিজ্ঞাসাবাদ করে। এতে তারা পুলিশের ওপর চড়াও হয়ে গুলি করতে থাকে। এক সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

এক পর্যায়ে পুলিশ ক্যাসেটের গুলিবিদ্ধ লাশ দেখতে পায়। ক্যাসেট তার দলের সদস্যদের ছোড়া গুলিতেই নিহত হয়েছেন বলে দাবি করছেন পুলিশ। ঘটনাস্থল থেকে ৭ রাউন্ড গুলি, ১টি রিভলবার, দেশীয় অস্ত্রসহ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান জানান, নিহত আমিনুল বিভিন্ন জনকে অপহরণ করে মুক্তিপণ দাবি করতেন। তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় অপহরণ ও মুক্তি আদায়সহ ৮টি মামলা রয়েছে।