আজ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ ইং

নেপালের নেক্সাস ক্রিকেট একাডেমির সাথে গাইবান্ধার ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির দ্বি-দেশীয় ক্রিকেট একাডেমি সিরিজের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি :  নেপালের নেক্সাস ক্রিকেট একাডেমির সাথে গাইবান্ধার ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির দ্বি-দেশীয় ক্রিকেট একাডেমি সিরিজের উদ্বোধন হয়েছে।

৫ দিন ব্যাপি চলা এই ক্রিকেট সিরিজের উদ্ধোধন করেন জেলা প্রশাসক আবদুল মতিন।
আজ শনিবার (১৯ অক্টোবর) সকাল ১১ টায় গাইবান্ধা শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়ামে এই খেলার উদ্ধোধন করা হয়।
এ সময় আরো উপিস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সাধারন সম্পদক ও গাইবান্ধা পৌর মেয়র এ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমীর সভাপতি মমতাজুর রহমান বাবু, রংপুর বিভাগের আম্পায়ার এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ওয়াজিউর রহমান র‌্যাফেল, বিকেএসপি রংপুর বিভাগের কোচ আখিনুজ্জামান রুশু,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো শাহরিয়ার, ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমীর সভাপতি মমতাজুর রহমান বাবু, সহ-সভাপতি মাহফুজার রহমান মোনা, রংপুর বিভাগের আম্পায়ার এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ওয়াজিউর রহমান র‌্যাফেল, বিকেএসপি রংপুর বিভাগের কোচ আখিনুজ্জামান রুশু প্রমুখ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির উপদেষ্টা আলী কায়ছার বাবুল, ম্যানেজিং ডিরেক্টর আসাদুল হাবীব সুজন, ম্যানেজার কে এম রফিক নওসাদ রাজু, ডিরেক্টর শহীদুল ইসলাম রনি,কোচ সরফরাজ খান টিটু, আরিফুল ইসলাম বাবু, প্রতীক সাহা দ্বীপ, আহসান হাবীব প্লাবন, খালেদুল ইসলাম মুরাদ, নাজমুল হোসেন এবং সঞ্জয় কুমারসহ খেলোয়াড়রা।
১৯ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত প্রতিদিন এ সিরিজের খেলা চলবে। ৫ টি ওয়ানডে ম্যাচ ও ৩ টি টোয়েয়েন্টি ম্যাচ হবে দুই টিমের। খেলা শেষে সিরিজ বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...