বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের প্রাণ হারিয়েছেন। এ নিয়ে জেলায় মারা গেছেন ৫৫ জন।
মঙ্গলবার (১১আগষ্ট)সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান মো. দেলোয়ার হোসেন দুলাল (৫৮)। তিনি কানাইপুর বাজারের পাট-পেঁয়াজের ব্যবসা করতেন।

তার বাড়ি ফরিদপুর সদর উপজেলার পশ্চিগঙ্গাবদী এলাকায়। তার বাবা প্রয়াত মোনছের মাতুব্বর জাতীয় হাডুডু দলের অধিনায়ক ছিলেন।
নিহতের ভাই সেলিম মাতুব্বর জানান, গত ১৮ জুলাই তার করোনা ধরা পড়ে। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
মঙ্গলবার ভোরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, জেলায় করোনায় আক্রান্ত এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৫৪৬৭ জন, মারা গেছেন ৫৪ ব্যক্তি। অন্যদিকে সুস্থ হয়েছেন ২৫১৭ জন।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

করোনায় আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশের সময়: ০২:৫২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের প্রাণ হারিয়েছেন। এ নিয়ে জেলায় মারা গেছেন ৫৫ জন।
মঙ্গলবার (১১আগষ্ট)সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান মো. দেলোয়ার হোসেন দুলাল (৫৮)। তিনি কানাইপুর বাজারের পাট-পেঁয়াজের ব্যবসা করতেন।

তার বাড়ি ফরিদপুর সদর উপজেলার পশ্চিগঙ্গাবদী এলাকায়। তার বাবা প্রয়াত মোনছের মাতুব্বর জাতীয় হাডুডু দলের অধিনায়ক ছিলেন।
নিহতের ভাই সেলিম মাতুব্বর জানান, গত ১৮ জুলাই তার করোনা ধরা পড়ে। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
মঙ্গলবার ভোরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, জেলায় করোনায় আক্রান্ত এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৫৪৬৭ জন, মারা গেছেন ৫৪ ব্যক্তি। অন্যদিকে সুস্থ হয়েছেন ২৫১৭ জন।