আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

করোনায় আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের প্রাণ হারিয়েছেন। এ নিয়ে জেলায় মারা গেছেন ৫৫ জন।
মঙ্গলবার (১১আগষ্ট)সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান মো. দেলোয়ার হোসেন দুলাল (৫৮)। তিনি কানাইপুর বাজারের পাট-পেঁয়াজের ব্যবসা করতেন।

তার বাড়ি ফরিদপুর সদর উপজেলার পশ্চিগঙ্গাবদী এলাকায়। তার বাবা প্রয়াত মোনছের মাতুব্বর জাতীয় হাডুডু দলের অধিনায়ক ছিলেন।
নিহতের ভাই সেলিম মাতুব্বর জানান, গত ১৮ জুলাই তার করোনা ধরা পড়ে। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
মঙ্গলবার ভোরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, জেলায় করোনায় আক্রান্ত এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৫৪৬৭ জন, মারা গেছেন ৫৪ ব্যক্তি। অন্যদিকে সুস্থ হয়েছেন ২৫১৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...