আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং

ভারতের সংসদ ভবনে অগ্নিকাণ্ড

ডেক্স নিউজ : ভারতের সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ের ৬ষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, দমকলের ৭টি ইঞ্জিনের সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনী। দ্রুততার সঙ্গে চলে আগুন নেভানোর কাজ। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।

এদিকে, অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। কীভাবে আগুন লাগল, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন দিল্লি দমকলের পরিচালক অতুল গর্গ। প্রসঙ্গত, করোনার কারণে ২৫ মার্চ থেকে ভারতজুড়ে লকডাউন ঘোষণার কয়েক দিন আগে থেকেই সংসদের উভয় কক্ষ, লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন স্থগিত করে দেয়া হয়। বাজেট অধিবেশন স্থগিত করা হয় ২৩ মার্চ।

সূত্র: কলকাতা২৪, এই সময়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...