
গাইবান্ধা প্রতিনিধি : জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধায় আজ মঙ্গলবার বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। গাইবান্ধা বিআরটিএ’র আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটি পালন উপলক্ষে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোছা. জেবুন নাহারের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল মতিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রাহাত গাওহারী, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, গাইবান্ধা বিআরটিএ সহকারি পরিচালক মো. মাঈনুল ইসলাম, মটর যান পরিদর্শক আমিনুল ইসলাম খান, মটর মালিক সমিতির কাজী মকবুল হোসেন প্রমুখ।
জেলা প্রশাসক বলেন, প্রশিক্ষণের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও গাড়ির চালকরা যদি নিজস্ব দক্ষতা মেধা ও মনোযোগের সাথে সড়কে গাড়ি চালান তাহলে অবশ্যই দুর্ঘটনা হ্রাসকরা সম্ভব। তবে পথ চলাচলে পথচারীদেরও যথেষ্ট সাবধানতা অবলম্বন করা উচিত বলে তিনি উল্লেখ করেন।