আজ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ ইং

সাংবাদিক মেহেদী হাসান বাবু’র উপর সন্ত্রাসী হামলা

স্টাফ রিপোটার:- গাইবান্ধার ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আমাদের নতুন সময়ের সাংবাদিক মেহেদী হাসান বাবু’র (৪০) উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। রোববার রাত পৌনে ৯টার দিকে গাইবান্ধা শহরের ১নং রেলগেটে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার রাতেই গাইবান্ধা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছে হামলার শিকার ওই সাংবাদিক।

অভিযোগে জানা যায়, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আমাদের নতুন সময়ের ফুলছড়ি উপজেলা প্রতিনিধি এবং গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ধনারপাড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা মশিউর রহমান চাঁনের পুত্র মেহেদী হাসান বাবুর সাথে গাইবান্ধা শহরের ইসলাম প্লাজার বাসিন্দা শহিদুল ইসলাম জীবনের বেশ কিছুদিন থেকে মনোমালিন্য চলে আসছিল। এনিয়ে তিনি সাংবাদিক মেহেদী হাসান বাবুকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। শহিদুল ইসলাম জীবন গত রোববার সন্ধ্যায় মোবাইল ফোনে সাংবাদিক মেহেদী হাসান বাবুকে শহরে ডেকে নেন।

একপর্যায়ে রাত পৌনে ৯টার দিকে শহিদুল ইসলাম জীবন সাংবাদিক মেহেদী হাসান বাবুকে সঙ্গে নিয়ে গাইবান্ধা শহরের ১নং রেলগেটে যায়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে শহিদুল ইসলাম জীবনের নির্দেশে মাদক কারবারী, একাধিক মামলার আসামী গাইবান্ধা শহরের রেলওয়ে কলোনীর বাসিন্দা অলিপ খান ও মহুরীপাড়ার বাসিন্দা রাহুল খান ধারালো অস্ত্র দিয়ে সাংবাদিক মেহেদী হাসান বাবুর উপর হামলা করে। এ সময় তারা কয়েক দফা অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করার চেষ্টা করেও লক্ষ্যভ্রষ্ট হয়। তাদের আঘাতে সাংবাদিক মেহেদী হাসান বাবু কিছুটা আহত হন। পরবর্তীতে তিনি গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি হয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন। এঘটনায় সাংবাদিক মেহেদী হাসান বাবু রোববার রাত সাড়ে ১০টার দিকে তিনজনের নামীয় ও অজ্ঞাত ৪/৫ জনকে অভিযুক্ত করে গাইবান্ধা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ বলেন, সাংবাদিক মেহেদী হাসান বাবুর একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...