আজ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৪ ইং

হত্যা মামলায় পিবিআই এর চুড়ান্ত প্রতিবেদন দেয়ার পরও সিআইডির গ্রেফতার কৃত আসামির আদালতে স্বীকারোক্তি

বিশেষ প্রতিবেদক:  ঝিনাইদহের হরিণাকুন্ডু এলাকার চাঞ্চল্যকর আনু হত্যায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে সিআইডি।

দীর্ঘদিন তদন্ত করার পর হত্যাকাণ্ডের ব্যাপারে কোন সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি মর্মে আদালতে ফাইনাল রিপোর্ট দিয়েছিল পিবিআই।

কিন্তু বিজ্ঞ আদালত তাতে সন্তুষ্ট না হয়ে  মামলাটি পুনরায় তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেয়।

আদালতের নির্দেশ ক্রমে হত্যাকাণ্ডের চার বছর পর সিআইড রহস্য উদঘাটন করল সিআইডি।

গ্রেফতার কৃত সাহেব আলী হত্যার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

গ্রেপ্তারকৃত অন্যরা হচ্ছে শাহিন কবির ঝলক(৩৮) রাশিদুর ইসলাম (কুটি),(৪৩)।

এলাকাবাসী জানিয়েছে শাহিন কবির ঝলকের বিরুদ্ধে চাদাবাজি, বিষ্ফোরক ও হত্যা মামলা সহ বেশ কিছু মামলা রয়েছে। দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সময় এলাকার মানুষের নিকট চাঁদা দাবী করে এবং ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করলেও তাদের ভয়ে এলাকায় কেউ পুলিশের কাছে মুখ খুলতে সাহস পাননি ।

তবে ইতোমধ্যে তাদের বিরুদ্ধে এলাকার কিছু মানুষ হরিনাকুন্ডু থানায় সাধারন ডায়েরী করেছেন ।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...