আজ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৪ ইং

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশরুমে রাখা হয়েছে বঙ্গবন্ধু ছবি

বিশেষ  প্রতিনিধি: স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে অবমাননা করে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশরুমে টাঙানো হয়েছে বঙ্গবন্ধুর ছবি।

বৃহস্পতিবার(৯ সেপ্টেম্বর) বিকালে সরেজমিনে বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায় পরিত্যক্ত একটি ছোট কক্ষে ওয়াশরুম তৈরি করা হয় আর সেই ওয়াশরুমে টাঙানো হয়েছে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ছবি।

এ বিষয়ে বিদ্যালয়ে দপ্তরি মো বাবু মিয়ার কাছে জানতে চাইলে তিনি জানান,স্কুলের প্রধান শিক্ষক তাকে ছবিটি রাখতে বলেন।

ঘটনার সত্যতা জানতে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো আবদুল আজিজ এর কাছে মুঠোফোন জানতে চাইলে তিনি শাক দিয়ে মাছ ঢাকার গল্প বলার চেষ্টা করে বলেন ঐ রুমটি আগে শ্রেণি কক্ষ ছিল পরে মাস ৬ আগে রুমটি ওয়াশরুম করা হয়।কিন্তু বঙ্গবন্ধুর ছবিটি ঐ রুমে টাঙানো ছিল এবং করোনার সময় স্কুল বন্ধ থাকার কারণে ছবিটি সরাতে পারিনি।

অন্যদিকে প্রতিনিধির ছবি তোলা দেখে তাড়াহুড়া করে বিদ্যালয়ের দপ্তরি ছবিটি সরাতে গেলে ক্যামেরা বন্দী হয়।

 

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম হারুন অর রশিদ এর সাথে মুঠোফোন কথা হলে তিনি বলেন, যদি ঘটনা সত্যি হয় তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...