আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ ইং

জমিজমা সংক্রান্ত বিরোধে ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত, আটক ২

গোবিন্দগঞ্জ প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুবৃর্ত্তের উপুর্যপুরী ধারাল অস্ত্রের আঘাতে এমরান আলী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে।

শনিবার (৪মে) বেলা সাড়ে ৪ টায় উপজেলার মহিমাগঞ্জ বাজারের মনার মোড়ে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ২জন কে আটক করেছে। নিহত এমরান শালমারা ইউনিয়নের উলিপুর গ্রামের আব্দুল লতিফের পুত্র।

স্থানীয়রা জানান, বিকেলে এমরান আলী মহিমাগঞ্জ বাজারের মোনার মোড় নামক স্থানে একটি দোকানে বসে ছিল। এ সময় দুবৃর্ত্তৃরা বিভিন্ন ধারাল অস্ত্রে সজ্জিত হয়ে তার ওপর হামলা করে উপুর্যপরি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এসময় স্থানীয় তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, জমি নিয়ে প্রতিবেশীর সাথে এমরান আলীর দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল। তাদের মধ্যে দুটি মামলা রয়েছে। এই জমিজমা সংক্রান্ত বিবাদের জের ধরে পতিপক্ষের ধারল অস্ত্রের উপর্যুপুরি আঘাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবদের জন্য ২জনকে আটক করা হয়েছে এবং মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে তিনি জানান ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...