আজ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৪ ইং

গাইবান্ধায় ছাত্রদের কোভিড-১৯ টিকাদান শুরু

 

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আম্বিয়া আকতার ও জয়িতা সরকারের প্রথম টিকা গ্রহণের মাধ্যমে জেলায় শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে। গতকাল রোববার সকালে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন।

জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতার সভাপতিত্বে অন্যদের বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী আব্দুর রউফ তালুকদার, সিভিল সার্জন ডা. আ.ম আখতারুজ্জামান, জেলা শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন, এমওসি ডা: হাফিজুর রহমান প্রমূখ। কার্যক্রমের প্রথমদিনে গাইবান্ধা সরকারি কলেজের ৯৪৯ জন এইচএসসি শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হয়। টিকাদান কার্যক্রমে সহযোগিতা করেন জেলা রোভার স্কাউটের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...