
চাঁদপুর প্রতিনিধি:: চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ ২৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টিপাতে জেলা সদরসহ বিভিন্ন এলাকায় সড়ক ও বাসাবাড়িতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন পেশাজীবী ও নিম্নআয়ের মানুষ। এর আগে, চলতি বছর ২৭ মে জেলায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় ২৫৭ মিলিমিটার।
শনিবার (৫ অক্টোবর) সকাল শহর ঘুরে দেখা গেছে, অধিকাংশ মহল্লা সড়কে জলাবদ্ধতা। বিশেষ করে শহরের নাজির পাড়া, মিশন রোড আশ্রম এলাকা, প্রফেসর পাড়া, মমিন পাড়া, গুয়াখোলা, চিত্রলেখা মোড়, পালপাড়া, আলিম পাড়া, আদালত পাড়া, রহমতপুর আবাসিক এলাকা, গাজী সড়ক, মাদ্রাসা সড়কে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা। এসব এলাকার সড়কের বাসাবাড়িতে প্রবেশ করে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।এছাড়াও জেলার নিম্নাঞ্চলের এলাকা গুলো প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। টানা বৃষ্টির কারণে লোকজন সড়ক গুলোতে কম দেখা গেছে। সড়কে যানবাহন সংখ্যা ও খুবই কম।
শহরের বাসিন্দা কয়েকজন জানান, বৃষ্টিতে তাদের বাসার নিচতলায় হাঁটু পরিমাণ পানি। শুক্রবার রাত থেকেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শহরের বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠানে পানি উঠে গেছে। এতে করে ব্যবসা-বাণিজ্য ও কাজকর্ম না থাকায় সবচেয়ে নিন্ম ও মধ্য আয়ের মানুষগুলো ভোগান্তিতে পড়েছেন বেশি।
চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ্ মো. শোয়েব বলেন, শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৫০ মিলিমিটার এবং সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ২৪ ঘণ্টার হিসেবে এই বছর জেলায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত ২৭৭ মিলিমিটার।