আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

এসএ টিভির সিরাজ সভাপতি এবং বাংলাভিশনের মোরশেদ সা: সম্পাদক

সংযুক্ত আরব আমিরাতের পেশাদার সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গত শুক্রবার আমিরাতের শারজা বাংলাদেশ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে নির্ধারিত ৬টি পদে লড়াই করেন ১১ জন প্রার্থী।
তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হন এসএ টিভি আরব আমিরাত প্রতিনিধি সিরাজুল হক ও সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন দৈনিক আমাদের সময়বাংলাভিশন টিভি চ্যানেলের আমিরাত প্রতিনিধি মুহাম্মদ মোরশেদ আলম।

এছাড়াও এই নির্বাচনে সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন এনটিভি’র আরব আমিরাত প্রতিনিধি মামুনুর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নিউজ ২৪দৈনিক সমকাল’র কামরুল হাসান জনি, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক খোলা কাগজের প্রতিনিধি আব্দুল্লাহ আল শাহীন ও অর্থ সম্পাদক পদে নতুন ফেনীর প্রতিনিধি মুহাম্মদ ইছমাইল বিজয়ী হন।

এর আগে শুক্রবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন বাংলাদেশ সমিতির সংযুক্ত আরব আমিরাতের সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন বাংলাদেশ সমিতির ফুজাইরার সভাপতি প্রকৌশলী মাসুদুল আলম ও বাংলাদেশ সমিতি শারজা’র সিনিয়র সহসভাপতি ইসমাইল গণি।

বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। দীর্ঘ ভোট গণনা শেষে সন্ধ্যা ৬ টার দিকে নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন প্রেসক্লাবের সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আমিরাতের ইতিহাসে সাংবাদিকদের এই নির্বাচন একটি মাইলফলক হয়ে থাকবে। শতভাগ ভোট প্রদান, সুন্দর, সুশৃঙ্খল, শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করে বাংলাদেশ প্রেসক্লাব, ইউএই প্রমাণ করেছে তারা সুসংগঠিত।’

তিনি আরো বলেন, ‘এই নির্বাচন পদ্ধতি এত স্বচ্ছ এবং সুন্দর ছিল বিশ্বের যেকোনো সংগঠন এই পদ্ধতি অবলম্বন করতে পারে। ’

নতুন নির্বাচিত কমিটির সভাপতি সিরাজুল হক ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলমসহ নির্বাচিতরা প্রবাসীদের সুখ দুঃখে সবসময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিদায়ী সভাপতি শিবলী আল সাদিক বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘দূর প্রবাসে সাংবাদিকতার মান উন্নয়নের পাশাপাশি ঐক্যবদ্ধ থেকে দেশ ও প্রবাসের মধ্যে সেতুবন্ধন হিসেবে দায়িত্ব পালন করবেন।’

উল্লেখ্য, বিজয়ীদের পাশাপাশি সদস্যদের সমন্বয়ে শিগগিরই বাংলাদেশ প্রেসক্লাব, ইউএই’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...