আজ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মে, ২০২৪ ইং

চালকল মালিক সমিতির সাথে কৃষক ফেডারেশনের মতবিনিময় সভা

 হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশ এর আয়োজনে ইকো কোঅপারেশন এর অর্থায়নে জেলা পর্যায়ে চালকল মালিক সমিতি নেতৃবৃন্দের সাথে কৃষক ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ গাইবান্ধার সদর উপজেলার হরিণ সিংহা এসকেএস ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের হলরুমে ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমন্বয়কারী সুরুজ আলী সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, হেলভেটাস ন্যাশনাল কো-অর্ডিনেটর দেবাশীস ভট্রাচার্য, চালকল মালিক সমিতির সহ-সভাপতি রফিকুল ইসলাম রখু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাদল্লাপুরের রাবেয়া অটো আতব রাইচ মিলের রেজাউল করিম, সাদুল্লাপুর চালকল মালিক সমিতির এস.এম মশিউর রহমান বাবু, গোবিন্দগঞ্জ চালকল মালিক সমিতি ও মেসার্স ঐশি’র সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহ মন্ডল, সদর উপজেলা চালকল মালিক সমিতির এ.কে.এম শহিদুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ৫ উপজেলা চালকল মালিক সমিতির প্রতিনিধি ও কৃষক ফেডারেশনরে প্রতিনিধিবৃন্দ।
বক্তাগণ বলেন, কৃষক ভালো ফলন উৎপাদন করলে কৃষক ফলন হিসেবে নায্যমূল্য পাবে। অনেক সময় চালের মধ্যে চিটা বা মরা চাল হয় সেক্ষেত্রে কৃষকদেরকে সচেতন হতে হবে। এছাড়াও জমির মাটি যদি সয়েল টেস্ট করে মাটির সমস্যা নির্ধারণ করা যায়, তাহলেও কৃষক হয়তো সে মোতাবেক ফসল উৎপাদন করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...