
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বে-সরকারি সেবা সংস্থা একশন এইড এর কার্যক্রম পর্যালোচনা সভা ও উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার কাটাবাড়ী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. খালেদুর রহমান, কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম রফিক, সাবেক চেয়ারম্যান জোবায়ের হোসেন শফিক মাহমুদ গোলাপ, মাহমুদবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সামাদ, একশন এইড’র প্রজেক্ট অফিসার ফারুকুজ্জামান।
সভার শুরুতেই সংস্থার সেবামূলক কার্যক্রমসমূহ উপস্থাপন করেন সংস্থার সিনিয়র এগ্রিকালচার অফিসার মো. আব্দুল কাইয়ুম। এরপর সংস্থার কার্যক্রম মনিটরিং এবং পর্যালোচনার জন্য উপস্থিত অতিথিদের সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়।