আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ ইং

জোট সরকারের আমলে নির্যাতনের শিকার হয়ে কোনো সংখ্যালঘু ভারতে পালিয়ে গিয়ে থাকলে তাদের ফেরত নেয়া হবে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি–জামায়াত জোট সরকারের আমলে নির্যাতনের শিকার হয়ে কোনো সংখ্যালঘু ভারতে পালিয়ে গিয়ে থাকলে তাদের ফেরত নেয়া হবে। বিবিসি বাংলা

গতকাল সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এসময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী সম্প্রতি বলেন, যদি প্রমাণিত হয় যে বাংলাদেশ থেকে কোনো সময় লোক গেছে,  তবে তাদের ফেরত আনা হবে।

এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আমলে যা ঘটেছে, তাতে ধর্মীয় সংখ্যালঘুদের ভারতে চলে যাওয়াটা খুব স্বাভাবিক। তখন আওয়ামী লীগ বিরোধী দলে ছিলো। সংখ্যালঘুদের প্রতি সহানুভূতিশীল ছিলো তার দল। সে সময় অনেক জায়গায় লঙ্গরখানা করেছেন তারা। ঢাকাতেও অনেককে আশ্রয় দেয়ার চেষ্টা করেছেন। তখন ভয়ভীতির কারণে অনেকে চলে যেতে পারে। তারা ফিরে আসতে চাইলে আমরা ফিরিয়ে নেব।

ওবায়দুল কাদের আরো বলেন, এখন শেখ হাসিনা সরকারের আমলে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেনি। বিচ্ছিন্ন-বিক্ষিপ্তভাবে অঞ্চলভিত্তিক দু–চার জায়গায় কিছু ঘটনা ঘটেছে। তা কারও দেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার মতো বিষয় নয়।অনুলিখন : হ্যাপি আক্তার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...