আজ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৪ ইং

 লোকজ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি:নওগাঁয় লোকজ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা শিল্পকলা একাডেমীতে পিকেএসএফ-এর অর্থায়নে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসুচির আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমী এই প্রতিযোগিতার আয়োজন করে।ৎ

প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া খন্দকার। এসময় উপস্থিত ছিলেন, মৌসুমীর সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির কর্মকর্তা আব্দুর রউফ পাভেল।

এই প্রতিযোগিতার মূল আকর্ষণ ছিল গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পল্লী গীতি, দেশের গান, লোকজ নৃত্য প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া গান ও নাচ তুলে ধরা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শতাধিক ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...