আজ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৬শে মার্চ, ২০২৩ ইং

বাঙালী’র সার্বজনীন উৎসবগুলোই রচনা করতে পারে সম্প্রীতির সেতু বন্ধন, বিজয়া পূনর্মিলনী অনুষ্ঠানে স্বরূপ বকসী বাচ্চু

দিনাজপুর প্রতিনিধি : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেছেন, বাঙালী’র সার্বজনীন উৎসবগুলোই রচনা করতে পারে সম্প্রীতির সেতু বন্ধন। যুগ যুগ ধরে সকল ধর্মের মানুষ দূর্গোৎসবকে লালন করে আসছে। এবার দিনাজপুর জেলায় সুষ্ঠভাবে দূর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান রয়েছে মাটি মানুষের নেতা হুইপ ইকবালুর রহিম এমপি’র। দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপী আয়োজিত নবরূপী গৃহে বিজয়া পূনর্মিলনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
নবরূপী’র সভাপতি আব্দুস সামাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি ও নবরূপীর সদস্য সুনীল চক্রবর্তী, আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক রঞ্জিত কুমার রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন নবরূপীর নৃত্য প্রশিক্ষক রওনক আরা হক নিপা, সাবেক নৃত্য প্রশিক্ষক মিনা ভট্টাচার্য, সঞ্চালকের দায়িত্ব পালন করেন নবরূপীর সঙ্গীত সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে সুনীল চক্রবর্তী বলেন, মা দূর্গা আসেন জগতের মঙ্গল এবং অসুরী শক্তি বিনাশ করতে। ধর্মের ভেদাভেদ না রেখে আমরা তার অর্চনা করি। সভাপতির বক্তব্যে আব্দুস সামাদ বলেন, ধর্ম যার যার উৎসব সবার। এই মানসিকতাকে সামনে রেখে আমরা বিজয়া পূনর্মিলনী অনুষ্ঠান করে আসছি। অসাম্প্রদায়ীক শক্তি বিনষ্ট করে সম্প্রীতির উৎসবে আমরা সম্পৃক্ত হই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...