
নিজস্ব প্রতিবেদক আবরার হত্যাকাণ্ড বাকস্বাধীনতার ওপর নিষ্ঠুরতম আঘাত উল্লেখ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশন্যাল বাংলাদেশের (টিআবি) অঙ্গ সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) গাইবান্ধা জেলা শাখা। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে জেলা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে এই দাবি জানায় তারা। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা সচেতন নাগরিক কমিটির (সনাক)সভাপতি জহুরুল কাইয়ূম, সহসভাপতি আনিস মোস্তফা তোতন, গাইবান্ধা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, গাইবান্ধা মানবাধিকার কমিশনের সাংগঠনিক সম্পাদক মো. শামছুজ্জোহা শামীম, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবতী, সনাক সদস্য আফরোজা লুনা, স্বজন সদস্য সেলিনা সুলতানা বিথী ও ইয়েস গ্রুপ সদস্য সম্পা রানী দেব প্রমুখ। মানববন্ধনে সংহতি প্রকাশ করে অবলম্বন, বাংলাদেশ মানবাধিকার কমিশন, এভারগ্রীন জুম বাংলাদেশ ফাউণ্ডেশন, সন্ধানী ডোনার ক্লাব, বাংলাদেশ মহিলা পরিষদসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশগ্রহন করে।