গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা পৌরসভার স্টেশন রোডের সান্দারপট্টি এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়িদের মধ্যে আজ সোমবার সন্ধ্যায়, পুড়ে যাওয়া দোকানের সামনে রেজিস্ট্রি অফিস সংলগ্ন ব্যবসায়ি সমিতির পক্ষ থেকে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। আর্থিক সহযোগিতা প্রদান করেন গাইবান্ধা চেম্বার অব কমার্স ইন্ড্রাষ্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকসুদার রহমান শাহান।
এসময় উপস্থিত ছিলেন চেম্বার সহ-সভাপতি মোস্তাক আহমেদ রঞ্জু, তৌহিদুর রহমান মিলন, পরিচালক আলী কাওসার সরকার বাবু, অনুপ সাহা, ব্যবসায়ি মাসুদ রানা, জাহিদুল ইসলাম, মমিনুল ইসলাম মিন্টু, ইছাহাক হোসেন ও সান্দারপট্টি এলাকার ব্যবসায়িরা সহ ক্ষতিগ্রস্থ ব্যবসায়ি বৃন্দ।
উল্লেখ্য, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৬ জন ব্যবসায়ির মধ্যে ১০ হাজার টাকা থেকে শুরু করে ৫ হাজার টাকা পর্যন্ত প্রায় দুই লক্ষাধিক নগদ টাকা বিতরণ করা হয়। এছাড়া পর্যায়ক্রমে তাদেরকে আরও সহযোগিতা করা হবে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়িদের উদ্দেশ্যে চেম্বার সভাপতি মকসুদার রহমান শাহান বলেন, আপনারা আগেরমত নতুন করে ব্যবসা শুরম্ন করেন। আমরা আপনাদের আছি ও ভবিষ্যতেও থাকবো। আপনাদের যদি কারও কোন ঋণের প্রয়োজন হয় কিংবা কোথাও যদি কোন জায়গায় ঋণের ব্যাপারে কথা বলতে হয় আমরা চেম্বারের পক্ষ থেকে সুপারিাশ করবো।
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশের সময়: ০৭:০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
- ১৭১ বার পড়া হয়েছে
জনপ্রিয়