আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

নবগঠিত পলাশবাড়ী পৌরসভার প্রথম অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

পলাশবাড়ী   প্রতিনিধিঃ গাইবান্ধার নবগঠিত পলাশবাড়ী পৌরসভার এই প্রথম আগামী অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা
হলো।

রোববার পৌরসভা কার্যালয়ে আনুষ্ঠানিক উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান।

পলাশবাড়ী পৌরসভার জনগুরুত্বপূর্ণ ছাড়াও অগ্রাধিকার বহুমুখী উন্নয়নকে সামনে রেখে আগামী ২০২০ -২১ অর্থ বছরে ১১ কোটি ৯০ লক্ষ ৫৪ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়। পৌরসভার কেন্দ্রীয় কালীবাড়ী বাজারের সৃষ্ট জলাবদ্ধতা দূরীকরণে পানি নিষ্কাশনের ক্ষেত্রে স্থায়ী ড্রেনেজ নির্মাণ,শিক্ষা: করোনা কালীন পৌরসভা এলাকার ক্ষতিগ্রস্থ শিক্ষা
প্রতিষ্ঠান সমূহের বিপরীতে আর্থিক সহায়তা প্রদান ও স্বাস্থ্খাত: করোনা ক্রান্তিলগ্নে লকডাউন ঘোষণাকৃত পৌরসভা এলাকার শ্রমজীবি হত-দরিদ্র ও অসহায়-দুস্থ কর্মহীন পরিবার সমূহকে ত্রান সহায়তা প্রদান ছাড়াও সম্ভাব্য অন্যান্য ছোটো-খাটো ব্যয় বরাদ্দ বাজেটের অন্তর্ভুক্ত করা হয়।

পৌরসভা সহায়ক কমিটির সদস্য আলী রেজা মোস্তফা গোলাপ, শহিদুল ইসলাম বাদশা, ময়েন উদ্দিন, আজাদুল ইসলাম, শাহাদৎ হোসেন, পৌর সচিব মুনসুর আলী ও পৌর সহকারী প্রকৌশলী সাজ্জাদ হোসেন ছাড়াও সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...