আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে পানি উন্নয়ন বোর্ড দিনাজপুরের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসুচী

দিনাজপুর প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দিনাজপুরের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসুচী পালন।

আজ সকালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দিনাজপুরের আয়োজনে শহরের ঘাঘড়া খালের দুই ধারে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্ভোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো: মাহমুদুল আলম। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মো: ফয়জুর রহমান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাগরুল হাসান আব্বাসী,বীরমুক্তিযোদ্ধা আনোয়ারুল কাদের জুয়েল প্রমুখ।

দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপন কর্মসুচীর আওতায় জেলায় আজ ২৩৫টি ফলজ ২০৩টি ভেষজ,৫৩টি বনজসহ ৪৯১টি গাছ লাগানো হবে। একই কর্মসচীতে দিনাজপুরের বিভিন্নস্থানে ৪ হাজার ৯০০টি ফলজ,২৫০টি ভেষজ এবং ১০০০ হাজারটি বনজসহ ধারাবাহিক ভাবে মোট ৬ হাজার ১৫০টি গাছ লাগানো হবে।

এছাড়াও মুজিব বর্ষের শুরুতে ইতিপূর্বে আরো গুটি আম ২০০০টি জাম ৫০টি পেয়ারা ১৫টি চালতা ১০টি এবং ২০টি বটগাছ লাগানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...