
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের এক প্রতিবন্ধী ভিখারি বাবার, খোলাহাটি উচ্চ বিদ্যালয়ে ৬ষষ্ঠ শ্রেনীর ছাত্রী কে যৌন হয়রানির অভিযোগ উঠেছে প্রতিবেশী বিটুল মিয়া (৪৬) নামের এক লম্পটের বিরুদ্ধে। অভিযোগ ও সরেজমিন পরিদর্শনে জানা গেছে, গতকাল দুপুর ২টায় লম্পট বিটুল আসে ভুক্তভোগী ছাত্রীর বাসায়।
সেসময় জানতে চায় বাসায় তার দাদি আছে কিনা। প্রতিত্তোরে ছাত্রীটি জানায়, দাদি তো অনেক আগেই মারা গেছে। এরপর বিটুল জানতে পারে ছাত্রীটির মা মাটি কাটার কাজে বাহিরে আছে এবং বাবা যথিন্দ্র ভিক্ষা করতে স্টেশনে গেছেন। বিটুল তখন চলে গেলেও ঠিক ১৫ মিনিট পরেই ফিরে আসেন। তখন ছাত্রীকে কিছু কিনে খাবার জন্য ১০ টাকা দিতে চান।
এতে রাজি না হলে ঘরের ভিতরে হাত ধরে ফেলে এবং জাপটে ধরে বিছানায় নিতে চেষ্টা করেন। চিৎকার দিতে গেলে মুখ চেপে ধরে এবং ধস্তাধস্তি ও শ্লীলতাহানির একপর্যায়ে চিৎকার দিলে বিটুল ঘটনাস্থল থেকে দ্রত পালিয়ে যায়। এ ঘটনায় যৌন নির্যাতনকারী বিটুলকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। লম্পট বিটুল সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের মৃত নান্টু মিয়ার ছেলে। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে গতকাল সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় সদর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ছাত্রী’র মা থানায় একটি অভিযোগ করেছেন। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। যৌন নিপীড়নকারী বিটুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।