আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

গোবিন্দগঞ্জ পৌরসভার একদিকে সীমানা বৃদ্ধির সিদ্ধান্তে সংক্ষুব্ধ পাশ্ববর্তী এলাকার জনগণ

গোবিন্দগঞ্জ প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার সীমানা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। পৌরসভার উত্তর পূর্ব অংশে কামারদহ ইউনিয়নের ৫টি মৌজাকে পৌর এলাকাভূক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আর এতে সংক্ষুব্ধ হয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছে পৌরসভা সংলগ্ন অন্যান্য এলাকার জনগণ। জানাগেছে, গোবিন্দগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠার পর এই প্রথম পৌর এলাকার সীমানা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। গোবিন্দগঞ্জ পৌর এলাকা সাথে কামারদহ, শিবপুর, ফুলবাড়ী, সাপমারা ও গুমানীগঞ্জ ইউনিয়নের সীমানা। এই ৫টি ইউনিয়নের মধ্যে শুধু মাত্র কামারদহ ইউনিয়নের ৫ টি মৌজা পৌর এলাকা ভূক্ত করে প্রাথমিক সীমানা বৃদ্ধি চূড়ান্ত করা হয়েছে। কামারদহ ইউনিয়নের মহববপুর, তারদহ, মেকুরাই, সৈয়দপুর ও বকচর মৌজাকে পৌর এলাকাভুক্ত করার উদ্যোগ নেওয়ায় সংক্ষুব্ধ হয়ে উঠে অপর ৪ ইউনিয়নের পৌর সীমানা সংলগ্ন জনসাধারণ। পৌর এলাকা সংলগ্ন গুমানীগঞ্জ ইউনিয়নের কাঁইয়াগঞ্জের যুবক রফিক উদ্দিন জানান, তার বাড়ির দুই বাড়ি আগেই পৌর সীমানা শেষ হয়েছে। বহুদিন থেকেই তারা চেষ্টা করছে পৌর এলাকাভুক্ত হওয়ার। কিন্ত গোবিন্দগঞ্জ পৌরসভার এলাকা শুধু কামারদহে বৃদ্ধি করা হচ্ছে। ওতে তাদের দীর্ঘদিনের স্বপ্ন অধরাই থেকে গেল। তিনি আরও জানান, সম্প্রসারিত এলাকা বর্তমান পৌর মেয়রের পৈত্রিক এলাকা এবং কামারদহের বর্তমান চেয়ারম্যান তার ভায়রা ভাই। নির্বাচন স্থগিত সহ অনৈতিক সুবিধা নিতেই শুধু একদিনে সীমানা বৃদ্ধি করা হচ্ছে। ফুলবাড়ী ইউনিয়নের বোয়ালিয়া বাঁধ এলাকার রাসেল মিয়া জানান, কাটাখালী ব্রীজ পর্যন্ত গোবিন্দগঞ্জ পৌর এলাকার সীমানা বৃদ্ধি করা উচিৎ। এদিকে দ্রুত নগরায়ন হচ্ছে। কিন্তু তা না করে কামারদহের গ্রামীণ এলাকা ও আবাদি জমি পৌর এলাকাভুক্ত করা হচ্ছে। পৌর এলাকার পূর্ব সীমানা সংলগ্ন মালঞ্চা গ্রামের নাম প্রকাশ না করার শর্তে এক পঞ্চাশ বছর বয়সী ব্যক্তি জানায়, পৌর ভবন থেকে অল্প দূরত্বে তাদের এলাকা হলেও বর্তমান মেয়র এদিকে সীমানা বৃদ্ধি না করে তার ভায়রার এলাকায় সীমানা বৃদ্ধি করছে। তিনি আক্ষেপ করে জানান, বর্তমান মেয়র দীর্ঘদিন ক্ষমতায় থেকে তেমন কোন কাজ করেনি। তাই তার জনপ্রিয় শুন্যের কোঠায় থাকায় ভায়রার সহযোগিতায় মামলা করে দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্যই ওই এলাকায় সীমানা বৃদ্ধি করছে। গোবিন্দগঞ্জ পৌর এলাকা সংলগ্ন এলাকার জনসাধারণ সমভারে চতুরদিকে সীমানা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...