আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

ভুয়া চালানে অক্সিজেন সিলিন্ডার নেওয়ার চেষ্টা, আটক ৬

রংপুর প্রতিনিধি: ভুয়া চালান দেখিয়ে রংপুর মেড্যিাকল কলেজ হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার নেওয়ার চেষ্টায় সক্রিয় একটি প্রতারক চক্র। এ ঘটনায় তিনটি ট্রাক জব্দসহ ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানা।

ট্রাক চালকের ভাষ্যমতে, দিনাজপুর ট্রাক ও ট্যাংলরি কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের প্যাডে চালান কপিতে রেজাউল নামে এক ব্যক্তি ৪০ হাজার টাকা করে প্রতি ট্রাক ভাড়া করেন। বুকিং অনুয়ায়ী রংপুর থেকে খালি অক্সিজেন সিলিন্ডার ঢাকা মহাখালিতে নেওয়ার কথা। চালান অনুয়ায়ী শুক্রবার দুপুরে দিনাজপুর থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অক্সিজেন নেওয়ার জন্য ট্রাক তিনটি আসে। চালান বুকিংকারীর ফোন নম্বরে ফোন দিলে তিনি জানান, শ্রমিক আসতে দেরি হচ্ছে এবং তিনি একটি নম্বর দিয়ে তিন হাজার টাকা দিতে বলেন। ট্রাক চালকরা তিনটি ট্রাকের জন্য তিন হাজার টাকা পরের নম্বরে পাঠান। পরবর্তিতে দুটি নম্বরেই বন্ধ পাওয়া যায়। এদিকে অক্সিজেন নিতে আসা তিনটি ট্রাক দেখে অক্সিজেনের ভান্ডারে দায়িত্বে থাকা সাইদ বাবু ট্রাক চালকদের জিজ্ঞাসা করে জানতে পারেন তারা অক্সিজেন নিতে এসেছেন। অথচ এ বিষয়ে রংপুর মেডিক্যাল কর্তৃপক্ষ কিছুই জানে না।

পরে এ বিষয়ে প্রশাসনকে জানালে রংপুর মহানগর কোতয়ালি থানা পুলিশ এসে তিনটি ট্রাক জব্দসহ ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। আটককৃতরা হলেন ট্রাক চালক জহুরুল ইসলাম, হাবিব ও সুজন হোসেন এবং হেলপার আশিক রায়, সাঈদ হাসান ও সাইফুল ইসলাম। তাদের সবার বাড়ি দিনাজপুরে।

পরে রাত ৮টার দিকে কোতয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রশীদ জানিয়েছেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...