আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

দোকানের বাকী টাকা চাওয়ার স্কুল ছাত্রকে হত্যা

মাগুরা প্রতিনিধিঃ মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা গ্রামে মঙ্গলবার রাতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কাজী গোলাম রসুল নামে এক স্কুল ছাত্র খুন হয়েছে।

গোলাম রসুল বেরইল গ্রামের কাজী রওনক হোসেনের ছেলে। সে পাশের গ্রাম গঙ্গারামপুর কালি প্রশন্ন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

গোলাম রসুলের বাবা চায়ের দোকানী কাজী রওনকের অভিযোগ, রাত সাড়ে ৮ টার সময় তার দোকান থেকে ছেলে গোলাম রসুল বাড়ি ফেরার পথে একই গ্রামের শহীদ মিয়ার ছেলে সজীব হোসেন, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

বাকি খাওয়ার সুত্র ধরে তার চা’য়ের দোকানে সজীবের কাছে বেশ কিছু টাকা পাওনা ছিলো। এই টাকা চাওয়া নিয়ে তার ছেলে গোলাম রসুলের সাথে সজীবের বিরোধ সৃষ্টি হয়। যার জের ধরে সজীব পূর্ব পরিকল্পিতভাবে গোলাম রসুলকে কুপিয়ে হত্যা করেছে।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক এনামুল কবীর জানান, রাত সাড়ে ৯ টার দিকে গোলাম রসুলকে হাসপাতালে আনা হয়। তার বুকে ধারালো অস্ত্রের কোপে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটেছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, গোলাম রসুলের হত্যাকারী হিসেবে প্রাথমিকভাবে সজীবের নাম এসেছে। তদন্ত শেষে হত্যার কারণ নিশ্চিত হওয়া যাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...