আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে দুর্নীতি,অনিয়ম এর বিরুদ্ধে আলোচনা সভা ও স্মারক লিপি প্রদান

গোবিন্দগঞ্জ প্রতিনিধি:  স্বাধীনতার ৫০ বছর পরে সারা বাংলাদেশের ন্যায় গোবিন্দগঞ্জ উপজেলায় অনলাইন আবেদনকৃত মুক্তিযোদ্ধা দাবীদারদের মুক্তিযোদ্ধা যাচাই- বাছাই কাজ চলমান। উপজেলায় যাচাই বাছাই কমিটির সদস্য অনৈতিক ভাবে মুক্তিযোদ্ধা তালিকা ভুক্ত করার প্রতিবাদে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে মুক্তিযোদ্ধাবৃন্দ জয়বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগানে উপজেলায় গিয়ে উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন এর নিকট স্মারক লিপি প্রদান করেন।

প্রকৃত মুক্তিযোদ্ধাগণের মতামত চাওয়ার ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের নানা কন্ঠস্বরের মাধ্যমে দাবীদার ব্যক্তি প্রকৃত মুক্তিযোদ্ধা নয় মর্মে জোড়ালো ভাবে বললেও অনৈতিকভাবে যাচাই- বাচাই কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন অ-মুক্তিযোদ্ধাদেরকে মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত করার অপচেষ্টা করে যাচ্ছে। এতে প্রকৃত মুক্তিযোদ্ধাগণের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। এহেন কার্যকলাপের পরিপ্রেক্ষিতে যাচাই বাচাই কমিটির সদস্য পদ প্রত্যাহারের দাবী করেন।

উক্ত আলোচনাসভায় সভাপতিত্বে করেন সাবেক সদ্য কমান্ডার নুরুল ইসলাম আজাদ, সাবেক ডিপুটি কমান্ডার আব্দুল হান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম পান্না, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ সাদেক, বীর মুক্তিযোদ্ধা সালজার রহমান, বীরমুক্তিযোদ্ধা আঃ হালিম,বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ,বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, বীর মুক্তিযোদ্ধা তারাপদ ঘোষ,বীর মুক্তিযোদ্ধা আঃ বাকী সরকারসহ উপজেলার বিভিন্ন মুক্তিযোদ্ধাবৃন্দ এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলা শাখার সভাপতি মিয়া আসাদুজ্জামান হিরু যুগ্ন- সাধারন সম্পাদক উপজেলা আওয়ামীলীগ সহ অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...