আজ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৪ ইং

গাইবান্ধা সদর হাসপাতালের কর্মচারীর অবহেলায় প্রান গেলো শিশুর

বিশেষ প্রতিনিধি: : গাইবান্ধা সদর হাসপাতালে মাত্র ১৫ টাকার ভর্তি ফি পরিশোধে ব্যার্থ হওয়ায়, পিতার সামনে জীবন দিতে হইলো এক অবুঝ শিশুকে।
আহত শিশু আকিফ (৯)বাদিয়া খালী গ্রামের আফতাব হোসেনের ছেলে।
জানাযায়, গাইবান্ধা সদর উপজেলার পুরাতন বাদিয়াাখালি সড়কে রাস্তা পারাপারের সময় সিএনজির সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হয় বাচ্চাটি। ঘটনার পরপরই গুরুত্বর আহত অবস্থায় গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে আসেন বাবা ।
বাচ্চাটিকে হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে প্রচন্ড শ্বাসকষ্ট দেখা দেয়। বাচ্চার শ্বাসকষ্ট দেখে বাবা হাসপাতালে ছোটাছুটি করেন অক্সিজেন সরবরাহের জন্য। গাইবান্ধা সরকারি হাসপাতালের একজন কর্মচারীকে অক্সিজেন দিতে বললে, সেই কর্মচারী ১৫ টাকা ভর্তি ফি দাবি করে এবং অক্সিজেন দেয়া যাবে না বলে সাফ জানিয়ে দেয়। পরবর্তীতে বাচ্চার বাবা সেই কর্মচারীকে জানায়, আমি তো র্দূঘটনার খবরে খালি গায়ে এসেছি শুধু একটা ট্রাউজার পরে। আমি তো সঙ্গে টাকা নিয়ে আসি নাই।
আপনি অক্সিজেন দেন। আমার ভাই টাকা আনতেছে। কিন্তু হাজারো অনুরোধ করার পরেও সেই কর্মচারী কোন মতেই টাকা ছাড়া অক্সিজেন দিতে রাজি হয়নি। বাচ্চার বাবা আফতাব হোসেন এবং সেই কর্মচারীর মধ্যে
১৫ টাকার মূল্য পরিশোধে বাকবিতন্ডার এক পর্যায়, নিষ্পাপ মাসুম বাচ্চাটি অক্সিজেনের অভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...