

যে কোনো মুহুর্তে বিপর্যয় ডেকে আনতে পারে। স্থানীয় সুএে জানা যায়, বেলকা ইউনিয়নের মধ্যে জহুরুলের মোড় হয়ে উওর দিকে বাদশা মোড়ের ভিতর দিয়ে চৌধুরীর খেয়াঘাটের কাঠের ব্রীজ/শাখোর উপর দিয়ে চলাচল করে চর অঞ্চলের প্রায় ৭০০০ বাসিন্দা। যা ব্যবহার হিসাবে একটি মাএ কাঠের ব্রীজ অত্যান্ত ঝুঁকিপূর্ণ। জানা যায় গত ৯ মাস আগে স্থানীয় সাংসদ সদস্য ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী এই কাঠের ব্রীজ/ শাকো উদ্ধোধন করেন।
বর্তমান সেই কাঠের ব্রীজ/শাকো দিয়ে চলাচল করা ঝুঁকিপূর্ণ। এমনকি ছোট্ট বাচ্চা বা বৃদ্ধ লোক একাই কাঠের ব্রীজ/শাকো দিয়ে পার হতে পারে না। স্থানীয় এলাকাবাসী আরো জানান, তারা সবাই মিলে অর্থ দিয়ে মাঠি কেটে, খুটি দিয়ে কাঠের ব্রীজ বা শাকো টিকে রক্ষা করার চেষ্টা করছিল, কিন্তু ঘন ঘন বৃষ্টি এবং বন্যার পানির জোয়ারে কাঠের ব্রীজ/ শাকো ভেঙ্গে যায়। বর্তমান কাঠের ব্রীজ/শাকো অবহেলা মধ্যে পরে আছে। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী বলেন, এই কাঠের ব্রীজ/শাকো টি পূর্নরায় সংস্করণ করলে আমাদের যাতায়াতের আর কোনো অসুবিধা হবে না বলে আশা করছেন সুধি সমাজ।